১.‘সমীর’ শব্দের অর্থ কী?
ক. বাতাস খ. শান্ত
গ. সবুজ ঘ. নদী
২. ‘সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম’—পঙ্ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছ—
i. স্মৃতিকাতরতা
ii. স্পর্শকাতরতা
iii. অনুদারতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বাবু সাহেবের সম্পত্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে—
i. বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে
ii. পেলে দুই বিঘে, প্রস্থ ও দিঘে সমান হইবে টানা
iii. এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের কবিতাংশটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘মাটির কলসে জল ভরে
ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়।’
৪. ‘দুই বিঘা জমি’ কবিতার যেদিক ওপরের উদ্দীপকে ফুটে উঠেছে, তা হচ্ছে—
ক. নদীমাতৃক দেশ
খ. গ্রামীণ আবহাওয়া
গ. দরিদ্র জীবন
ঘ. স্মৃতিধন্য গ্রাম
৫. ওপরের অনুচ্ছেদে ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে?
ক. চোখে আসে জল ভরে
খ. আঁখিজলে ভাসি
গ. সজল চক্ষে, করুন রক্ষে
ঘ. জল লয়ে যায় ঘরে
৬. জমিদার উপেনের দুই বিঘা জমি দখল করে নেয়—
ক. জোর করে খ. মিথ্যে মামলা দিয়ে
গ. মিথ্যে কথা বলে ঘ. মারধর করে
৭. ভূস্বামীর প্রস্তাবের কত দিন পরে উপেন ভিটে-মাটি ছেড়ে পথে বের হয়?
ক. এক মাস খ. দেড় মাস
গ. দুই মাস ঘ. আড়াই মাস
৮. এক বিঘা সমান কত বর্গমিটার?
ক. ১৪৪০০ খ. ১৪০০
গ. ১৩৪৩ ঘ. ১৩৩৪
৯. রাজার হস্ত করে সমস্ত কার ধন চুরি?
ক. গরিবের খ. উপেনের
গ. কাঙালের ঘ. পারিষদের
১০. কত সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ সালে খ. ১৯১২ সালে
গ. ১৯১৩ সালে ঘ. ১৯১৪ সালে
সঠিক উত্তর
দুই বিঘা জমি: ১.ক ২.খ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা