৩১. উদ্ভিদের পাতার ছিদ্রপথের নাম কী?
ক. ট্রাকিয়া খ. ট্রাকিড
গ. রক্ষীকোষ ঘ. স্টোমাটা
৩২. যে সকল অঙ্গ শ্বসনকার্য চালানোর কাজে অংশ নেয়, তাদের একত্রে কী বলে?
ক. ব্রঙ্কিওল খ. গঠনতন্ত্র
গ. শ্বসনতন্ত্র ঘ. ব্রঙ্কাই
৩৩. জীবকোষের কোথায় স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাট সঞ্চিত থাকে?
ক. প্রোটোপ্লাজম খ. সাইটোপ্লাজম
গ. এন্ডোপ্লাজম ঘ. এক্টোপ্লাজম
৩৪. শ্বসনের উদ্দেশ্য কী?
ক. খাদ্য হজম করা
খ. শক্তি উৎপাদন করা
গ. রক্ত জমাট বাঁধানো
ঘ. শ্রবণে সাহায্য করা
৩৫. জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য কোনটি প্রয়োজন?
ক. কার্বন ডাই–অক্সাইড
খ. হাইড্রোজেন
গ. শক্তি
ঘ. নাইট্রোজেন
৩৬. শ্বাসনালির মতো গঠন কোনটির?
ক. ব্রঙ্কাইয়ের খ. ট্রাকিয়ার
গ. ফুসফুসের ঘ. স্বররজ্জুর
৩৭. বক্ষগহ্বরে কয়টি ফুসফুস থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৩৮. ফুসফুসের আবরণের নাম কী?
ক. পেরিকার্ডিয়াম
খ. এপিথেলিয়াল
গ. প্লুরা
ঘ. পেরিটোনিয়াম
৩৯. কখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে?
ক. মধ্যচ্ছদা প্রসারিত হলে
খ. শ্বাসযন্ত্র ওপরে উঠলে
গ. মধ্যচ্ছদা সংকুচিত হলে
ঘ. শ্বসন বন্ধ হলে
৪০. নাসাপথের কোন অংশ নাসা গলবিল?
ক. প্রথম খ. মাঝ
গ. শেষ ঘ. সম্মুখ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.গ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা