সপ্তম শ্রেণির নতুন বই - ইংরেজি | Freedom of Choice - True or False

সপ্তম শ্রেণির পড়াশোনা

True or False?

a. Noha, Navid and Nira have respect for each other/ have positive minds. (নোহা, নাভিদ ও নীরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল/ ইতিবাচক মন আছে।)

b.Noha, Navid and Nira don’t always like to do the same thing. (নোহা, নাভিদ ও নীরা সব সময় একই জিনিস করতে পছন্দ করে না।)

c. Nira loves to play with her toys. (নীরা তার খেলনা নিয়ে খেলতে ভালোবাসে।)

d. To make a friendship one has to choose someone who has the same likings and dislikes. (বন্ধুত্ব করতে হলে এমন কাউকে বেছে নিতে হবে, যার পছন্দ-অপছন্দ একই।)

e. Two people with differences can be good friends. (ভিন্নতাসহ দুই ব্যক্তি ভালো বন্ধু হতে পারে।)

Answer: Try yourself - প্রিয়ো শিক্ষাথীরা উপরের অংশটি তোমরা নিজেরাই চেষ্টা কর।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা