প্রশ্নোত্তর (৭-৯) | অধ্যায় ৩: পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৭. প্রশ্ন: ছাঁকন কী?

উত্তর: ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন।

৮. প্রশ্ন: পানিচক্রের প্রবাহ কী?

উত্তর: পানি → বাষ্প → মেঘ → বৃষ্টি

৯. প্রশ্ন: আর্সেনিক দূষণের কারণ কী?

উত্তর: আর্সেনিক একপ্রকার বিষাক্ত পদার্থ, যা কিছু কিছু এলাকার ভূগর্ভস্থ পানিতে দেখা যায়। নলকূপের পানির সঙ্গে মিশে এটি ওপরে আসে এবং এ পানি ব্যবহারের ফলে মানুষের মারাত্মক অসুখ হয়। প্রাকৃতিক কারণেই আর্সেনিক দূষণ হয়ে থাকে।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা