পঞ্চম শ্রেণির পড়াশোনা
৬১. প্রশ্ন: আমাদের দেশে রহিয়াছে সুন্দর প্রকৃতি।
উত্তর: আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।
৬২. প্রশ্ন: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হইয়া উঠিবে আমাদের জীবন।
উত্তর: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
৬৩. প্রশ্ন: চড়ুইপাখি খবর লইতে গেল।
উত্তর: চড়ুইপাখি খবর নিতে গেল।
৬৪. প্রশ্ন: আদিল বলটি ছুড়িয়া দিল।
উত্তর: আদিল বলটি ছুড়ে দিল।
৬৫. প্রশ্ন: খেলা শেষে দর্শকরা ফিরিয়া গেল।
উত্তর: খেলা শেষে দর্শকরা ফিরে গেল।
৬৬. প্রশ্ন: সুজন জীবনে বড় কিছু করিতে পারে।
উত্তর: সুজন জীবনে বড় কিছু করতে পারে।
৬৭. প্রশ্ন: আমরা গতকাল পোড়ামাটির কাজ দেখিতে গিয়াছিলাম।
উত্তর: আমরা গতকাল পোড়ামাটির কাজ দেখতে গিয়েছিলাম।
৬৮. প্রশ্ন: আমার চোখ পড়িল অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে।
উত্তর: আমার চোখ পড়ল অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে।
৬৯. প্রশ্ন: আমরা দুটি শখের হাঁড়ি কিনিলাম।
উত্তর: আমরা দুটি শখের হাঁড়ি কিনলাম।
৭০. প্রশ্ন: কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে খুব মজা হইল।
উত্তর: কিশোর আলোর প্রতিষ্ঠ বার্ষিকীতে খুব মজা হলো।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা