বহুনির্বাচনি প্রশ্ন সমাধান (পর্ব ১) - পদার্থবিজ্ঞান ১ম পত্র | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ১১ জুলাই বৃহস্পতিবার, পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় ৪, ৫ ও ৭ থেকে সমাধান সহ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) প্রকাশ করা হবে। আজকে অধ্যায় ৪ থেকে সমাধান সহ গুরুত্বপূর্ণ MCQ গুলো দেওয়া হলো। আগামীকাল থাকবে অধ্যায় ৫ ও ৭ থেকে MCQ। ধৈর্য্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।

অধ্যায় ৪

১. মৌলিক বল কয়টি?

     ক. ১টি            খ. ২টি

     গ. ৩টি            ঘ. ৪টি

২. কোন বল প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস তৈরি করে?

     ক. মহাকর্ষ বল

     খ. তড়িৎ চুম্বকীয় বল

     গ. সবল নিউক্লীয় বল

     ঘ. দুর্বল নিউক্লীয় বল

৩.    বস্তুর গতি জড়তা নিচের কোনটির সমানুপাতিক?

     ক. ভরের         খ. ভরবেগের

     গ. আয়তনের    ঘ. বেগের

৪. স্থিতি জড়তার উদাহরণ কোনটি?

     ক. ঘোড়ার গাড়ি টানা 

     খ. ধূলিময় পোশাকে আঘাত করা

     গ. বড় নৌকার গুণ টানা

     ঘ. বন্দুক থেকে গুলি ছোড়া

৫. নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল বল?

     ক. সবল নিউক্লীয় বল

     খ. তড়িৎ চৌম্বক বল

     গ. মহাকর্ষ বল  

    ঘ. দুর্বল নিউক্লীয় বল

৬.    ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়?

     ক. মহাকর্ষ বল

     খ. তড়িৎ চুম্বকীয় বল

     গ. সবল নিউক্লীয় বল

     ঘ. দুর্বল নিউক্লীয় বল

৭. নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী বল?

     ক. দুর্বল নিউক্লীয় বল

     খ. সবল নিউক্লীয় বল

     গ. মহাকর্ষ বল  

    ঘ. তড়িৎ চুম্বকীয় বল

৮. কোনটি অসংরক্ষণশীল বল?

     ক. মধ্যাকর্ষণ বল   খ. বিদ্যুৎ বল

     গ. চৌম্বক বল   ঘ. সান্দ্র বল

৯.    একটি ধ্রুব বল একটি বস্তুতে 4m.s-2 ত্বরণ সৃষ্টি করে। যদি বস্তুর ভর বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়, তবে সমপরিমাণ বল বস্তুতে কত ত্বরণ সৃষ্টি করবে?

     ক. 0 ms-2      খ. 1 ms-2

     গ. 2 ms-2       ঘ. 4 ms-2

১০.   নিউটনের প্রথম সূত্রানুসারে কোনটি সঠিক?

     ক. আদিবেগ শূন্য হলে শেষ বেগ শূন্য হবে

     খ. যেকোনো আদিবেগের জন্য শেষ বেগ শূন্য হবে

     গ. ক্রিয়া–প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীত

     ঘ. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক

১১.   যা কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করে, তাকে কী বলে?

     ক. ভরবেগ       খ. বল

     গ. শক্তি           ঘ. গতিশক্তি

১২.   নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে, ক্রিয়া ও প্রতিক্রিয়ার সম্পর্ক কী রূপ?

     ক. ক্রিয়া > প্রতিক্রিয়া

     খ. প্রতিক্রিয়া > ক্রিয়া

     গ. ক্রিয়া = প্রতিক্রিয়া

     ঘ. ক্রিয়া–প্রতিক্রিয়া

১৩.   সাঁতার কাটার ভিত্তি নিউটনের কোন সূত্র?

     ক. ১ম সূত্র        খ. ২য় সূত্র

     গ. ৩য় সূত্র       ঘ. ৪র্থ সূত্র

১৪.   খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে, তাকে কী বলে?

     ক. সংশক্তি বল খ. ঘূর্ণন বল

     গ. তড়িৎ বল    ঘ. ঘাত বল

১৫.   ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত?

     ক. 0°              খ. 90°

     গ. 180°           ঘ. 360°

১৬.   বলের ঘাতের একক নিচের কোন রাশির এককের অনুরূপ?

     ক. বল            খ. ভরবেগ

     গ. কাজ           ঘ. টর্ক

১৭.   বলের ঘাতের সঙ্গে কোন রাশিটির সাংখ্যিক মান সমান?

     ক. কৌণিক ভরবেগের পরিবর্তন

     খ. রৈখিক ভরবেগের পরিবর্তন

     গ. জড়তার ভ্রামক

     ঘ. টর্ক

১৮.   বলের ঘাতের একক কী?

     ক. kgm2s2    খ. kgm2s-1

     গ. kgms-2    ঘ. kgms-1

১৯.   নিচের কোনটি ‘বলের ঘাত’-এর মাত্রা নির্দেশ করে?

     ক. MLT-2       খ. MLT-1

     গ. ML-1T-2      ঘ. M-1LT-1

২০. বলের ঘাত দ্বারা কী বোঝায়?

     ক. টর্ক      

    খ. জড়তার ভ্রামক

     গ. রৈখিক ভরবেগের পরিবর্তন

    ঘ. কৌণিক ভরবেগের পরিবর্তন

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. গ

২১.   একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে কখন?

     ক. লিফটি সমবেগে ওপরে উঠলে

     খ. সমবেগে নিচে নামলে

     গ. g ত্বরণে ওপরে উঠলে

     ঘ. g ত্বরণে নিচে নামলে

২২.   বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি?

     ক. mrω          খ. mr2ω 

     গ. mrω2          ঘ. m2

২৩. বলের ঘাত হচ্ছে—

     i. বল ও বলের ক্রিয়াকালের গুণফল

     ii. ভরবেগের পরিবর্তন

     iii. ভরবেগের পরিবর্তনের হার

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

২৪.   নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে?

     ক. এক-চতুর্থাংশ    খ. অর্ধেক

     গ. দ্বিগুণ         ঘ. চার গুণ

২৫.   কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?

     ক. MLT-1       খ. ML2

     গ. ML2T-1       ঘ. ML2T-2

২৬. কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটির সমান?

     ক. বল            খ. কৌণিক ত্বরণ

     গ. টর্ক             ঘ. জড়তার ভ্রামক

২৭.   টর্কের একক কী?

     ক. নিউটন        খ. নিউটন × মিটার

    গ. নিউটন/মিটার   ঘ. জুল/সেকেন্ড

২৮.   ডাইভিংয়ের লাফ দেওয়ার সময় একজন সাঁতারুর ক্ষেত্রে নিচের কোনটি সত্য?

         ক. জড়তার ভ্রামক ধ্রুব                   খ. কৌণিক ভরবেগ ধ্রুব

         গ. কৌণিক ত্বরণ ধ্রুব                     ঘ. কৌণিক বেগ ধ্রুব

২৯.  টর্কের একক কোনটি?

         ক. N-1m                                  খ. Nm-2

         গ. Nm-1                                    ঘ. Nm

৩০.  নিচের কোনটি ধ্রুবক হলে কোনো কণার ওপর প্রযুক্ত টর্ক শূন্য হবে?

         ক. বল                                       খ. বলের ঘাত

         গ. রৈখিক ভরবেগ                        ঘ. কৌণিক ভরবেগ

৩১.   টর্কের অপর নাম কী?

         ক. ঘর্ষণ বল                                খ. জড়তার ভ্রামক

         গ. ঘূর্ণন বল                                ঘ. কেন্দ্রমুখী বল

৩২.  সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত?

         ক. 0°                                        খ. 90° 

         গ. 180°                                     ঘ. 360°

৩৩.  কোনো বিন্দুর সাপেক্ষে ভরবেগের ভ্রামককে কী বলা হয়?

         ক. জড়তার ভ্রামক                        খ. ভরের ভ্রামক

         গ. কৌণিক ভরবেগ                       ঘ. টর্ক

৩৪.  সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি কীরূপ?

         ক. জড়তার ভ্রামকের সমানুপাতিক

         খ. জড়তার ভ্রামকের ব্যস্তানুপাতিক

         গ. জড়তার ভ্রামকের বর্গের সমানুপাতিক

        ঘ. জড়তার ভ্রামকের বর্গের ব্যস্তানুপাতিক

৩৫.  কোনো বস্তুর জড়তার ভ্রামকনির্ভর করে কিসের ওপর?

         ক. ভর ও ঘূর্ণন অক্ষের ওপর           খ. আয়তন

         গ. কৌণিক ভরবেগ                       ঘ. কৌণিক বেগ

৩৬.  সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের  অনুপাত কী?

         ক. কৌণিক বেগের সমানুপাতিক

         খ. কৌণিক বেগের বর্গের সমানুপাতিক

         গ. রৈখিক বেগের সমানুপাতিক

         ঘ. রৈখিক বেগের বর্গের সমানুপাতিক

৩৭.   অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় কী?

         ক. গতি শক্তি                               গ. স্থিতি শক্তি

         গ. কৌণিক ভরবেগ                       ঘ. ভরবেগ

৩৮.  ঘূর্ণন বেশি হয়—

         i. টর্কের মান বেশি হলে

         ii. দূরত্ব ধ্রুব থাকা অবস্থায় প্রযুক্ত বল বেশি হলে

         iii. বল ধ্রুব থাকা অবস্থায় লম্ব-দূরত্ব বেশি হলে

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৩৯.  নিউটনের গতি সূত্রগুলোর ক্ষেত্রে—

         i. প্রথম সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্রের একটি বিশেষ রূপ

         ii. দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন সম্ভব

         iii. দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রের প্রতিপাদন সম্ভব

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

         গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৪০.  কেন্দ্রবিমুখী বলের উদাহরণ—

         i. চলন্ত গাড়ির চাকা থেকে পানি ছিটকে পড়া

         ii. পৃথিবীর বিষুবীয় অঞ্চল স্ফীত হওয়া

         iii. বক্রপথে দ্রুতগতিতে চলন্ত সাইকেল দুর্ঘটনায় পতিত হওয়া

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                                    খ. i ও iii

        গ. ii ও iii                                  ঘ. i, ii ও iii

৪১.   মহাকর্ষ বলের মান—

     i. দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়

     ii. নির্দিষ্ট দূরত্বের বাইরে শূন্য হয়

     iii. কখনো শূন্য হয় না

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৪২.   রাস্তার বাঁকে ঢাল দিলে—

     i. যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়

     ii. কেন্দ্রমুখী বল পাওয়া যায়

     iii. সাইকেল আরোহী বক্রপথের কেন্দ্রের দিকে হেলে থাকে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৪৩. দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে—

     i. সংঘর্ষের আগের ও পরের মোট ভরবেগ একই থাকবে

     ii. সংঘর্ষের আগের ও পরের মোট গতিশক্তি একই থাকবে

     iii. সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৪৪.   সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য—

     i. সমকৌণিক বেগ বিদ্যমান

     ii. কৌণিক ত্বরণ শূন্য

     iii. কেন্দ্রমুখী ত্বরণ থাকে না

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৪৫.   রাস্তার বাঁকে গাড়ির নিরাপদ সর্বোচ্চ বেগ নির্ভর করে—

     i. বাঁকের ব্যাসার্ধের ওপর

     ii. গাড়ির ভরের ওপর

     iii. ব্যাংকিং কোণের ওপর

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii         খ. i ও iii

     গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৪৬. আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি?

     ক. মহাকর্ষ বল

     খ. দুর্বল নিউক্লীয় বল

     গ. সবল নিউক্লীয় বল

    ঘ. তড়িৎ চুম্বকীয় বল

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. খ   ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. গ ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ঘ ৪০. ঘ ৪১. গ ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. খ ৪৬. ঘ

মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা