অষ্টম শ্রেণির পড়াশোনা
৬১. রাখাইনদের সবচেয়ে বৃহৎ ও সর্বজনীন আনন্দ উৎসব কোনটি?
ক. বিজু খ. বৈসাবি
গ. সাংগ্রাই ঘ. পানিখেলা
৬২. নতুন ধানমাড়াইকে বাঙালিরা কী বলে?
ক. বৈশাখ খ. নবান্ন
গ. ওয়াগান ঘ. বসন্ত উৎসব
৬৩. সাঁওতাল নৃগোষ্ঠী নিচের কোন নাচটি করে?
ক. ঝুমুর নাচ খ. বোতল নৃত্য
গ. বাঁশ নৃত্য ঘ. লুঙ্গি নাচ
৬৪. খাসিয়াদের কোন পণ্যটি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে?
ক. সুপারি খ. পান
গ. আদা ঘ. আনারস
৬৫. গারোদের কোন পণ্যটি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে?
ক. পান খ. আনারস
গ. পেয়ারা ঘ. আম
৬৬. খাসিয়া ও মণিপুরিদের কোন পণ্যটি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে?
ক. কমলা খ. আম
গ. আনারস ঘ. লেবু
৬৭. সিলেটের কোন নৃগোষ্ঠীর কোন পণ্যটি বিদেশে রপ্তানি হচ্ছে?
ক. মণিপুরি শাল ও শাড়ি
খ. কুর্তা ও শাড়ি
গ. জামা
ঘ. শাল
সঠিক উত্তর
অধ্যায় ১১: ৬১.গ ৬২.খ ৬৩.ক ৬৪.খ ৬৫.খ ৬৬.ক ৬৭.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা