২৪. যে ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের কারবার করে, তাকে কী বলে?
ক. বিশেষায়িত ব্যাংক
খ. তফসিলি ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. সমবায় ব্যাংক
২৫. স্থগিত লেনদেন বলতে কাকে বোঝায়?
ক. ভবিষ্যৎ দেনাপাওনাকে
খ. মূল স্থানান্তরকে
গ. তারল্যের মানকে
ঘ. ঋণ গ্রহণকে
২৬. যেসব আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে ঋণের লেনদেন করে, তাদের সমষ্টিকে কী বলে?
ক. মুদ্রাবাজার খ. মূলধনবাজার
গ. শেয়ারবাজার ঘ. দ্রব্যবাজার
২৭. আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে কোনটি এগিয়ে?
ক. অ্যানিটেম ব্যাংকিং খ. ই–ব্যাংকিং
গ. মোবাইল ব্যাংকিং ঘ. চিরাচরিত ব্যাংকিং সেবা
২৮. খুব সহজেই ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে?
ক. অনলাইন ব্যাংকিং খ. চলতি হিসাব
গ. মোবাইল ব্যাংকিং ঘ. ব্যাংক হিসাব
২৯. অর্থের জোগান দ্বিগুণ হলে—
i. দামস্তর বাড়বে
ii. দামস্তর কমবে
iii. অর্থের মূল্য অর্ধেক হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. মুদ্রার কাজ হলো—
i. বিনিময়ের মাধ্যম
ii. মূল্যের পরিমাপক
iii. সঞ্চয়ের বাহন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন প্রক্রিয়ায় জড়িত থাকে—
i. প্রকৃত আমানত
ii. সৃষ্ট আমানত
iii. নিমজ্জিত আমানত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. ফিশারের মতে অর্থের জোগান দ্বিগুণ হলে—
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের গতি বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. মুদ্রা কী?
ক. তরল সম্পদ
খ. টাকাপয়সা
গ. বিনিময়ের মাধ্যমে
ঘ. প্রাচুর্য
৩৪. ‘Money is what money does’— সংজ্ঞাটি কার?
ক. সেয়ার্স খ. রবার্টসন
গ. ওয়াকার ঘ. ক্লাউথার
৩৫. মুদ্রার প্রধান কাজ কোনটি?
ক. মূল্যের পরিমাপক
খ. সঞ্চয়ের বাহক
গ. বিনিময় মাধ্যম
ঘ. ঋণের ভিত্তি
সঠিক উত্তর
অধ্যায় ১০: ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. খ ৩০. ঘ ৩১. ক ৩২. খ ৩৩. গ ৩৪. গ ৩৫. গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা