When they got home, Sadib’s mother had set out all kinds of delicious foods to eat on the table. While everyone was eating, the doorbell rang. Ting tong!
যখন তারা বাসায় এল, সাদিবের মা খাবার টেবিলে সব ধরনের সুস্বাদু খাবার সাজিয়ে রেখেছিলেন। সবাই যখন খাচ্ছিল, তখন দরজার বেল বেজে উঠল। টিং টং!
Sadib ran to the door to open it. It was his cousins and their arms were full of wrapped presents! As soon as they saw him, they all shouted, ‘Eid Mubarak!’ Sadib shouted ‘Eid Mubarak!’ even louder. Then everyone hugged each other. When he was done hugging everyone, Sadib asked his elder cousin, ‘Apu, who are all these gifts for?’
সাদিব দরজা খুলতে দৌড়ে গেল। সেখানে ছিল তার চাচাতো ভাইবোনেরা এবং তাদের হাতে ছিল মোড়ানো উপহারে পরিপূর্ণ। তাকে দেখামাত্রই সবাই চিৎকার করে উঠল, ‘ঈদ মোবারক!’ সাদিব আরও জোরে বলে উঠল, ‘ঈদ মোবারক!’ সবার সঙ্গে আলিঙ্গন শেষ করে সাদিব তার বড় চাচাতো বোনকে জিজ্ঞেস করল, ‘আপু, এসব উপহার কার জন্য?’
Apu said, ‘Today is Eid, so everybody gets a gift!’ Sadib asked, ‘Everybody?’ ‘Yes! Everybody!’
আপু বলল, ‘আজ ঈদ, তাই সবাই উপহার পাবে!’ সাদিব জিজ্ঞেস করল, ‘সবাই?’ ‘হ্যাঁ! সবাই!’
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা