সপ্তম শ্রেণির পড়াশোনা
জগদীশচন্দ্র বসু সম্পর্কে লেখাটি পড়ে যা বুঝলে, তা নিয়েই আজকের আলোচনা
১. প্রশ্ন: জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কী কী গুরুত্বপূর্ণ তথ্য আছে?
নমুনা উত্তর:
জগদীশচন্দ্র বসু একজন নামকরা বিজ্ঞানী ছিলেন। এই লেখায় জগদীশচন্দ্র বসু সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন তাঁর জন্ম, পরিচয়, শিক্ষাদীক্ষা, চাকরিজীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে।
২. প্রশ্ন: এ ধরনের জীবন-তথ্যমূলক আর কী কী রচনা তুমি পড়েছ?
নমুনা উত্তর:
এ ধরনের জীবন-তথ্যমূলক বিভিন্ন রচনা এর আগে আমি পড়েছি যেমন– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রোকেয়া সাখাওয়াত হোসেন, মাদার তেরেসা ইত্যাদি।
৩. প্রশ্ন: এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কী কী আবিষ্কারের কথা জানতে পারলে?
নমুনা উত্তর:
এই লেখা থেকে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অনেক আবিষ্কারের কথা জানতে পেরেছি। যেমন– বৈদ্যুতিক চুম্বকতরঙ্গ, উদ্ভিদের যে প্রাণ আছে তার প্রমাণ, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র ক্রেসকোগ্রাফ, বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি।
৪. প্রশ্ন: বিবরণমূলক লেখার সঙ্গে তথ্যমূলক লেখার মিল-অমিল খুঁজে বের করো।
নমুনা উত্তর:
বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছু সম্পর্কে সাধারণ বর্ণনা এবং তথ্যমূলক লেখায় কোনো কিছু সম্পর্কে বিশেষ কোনো তথ্য থাকে।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা