দশম শ্রেণির পড়াশোনা
২১. বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি?
ক. মহাকর্ষ বল খ. বিদ্যুৎ চুম্বকীয় বল
গ. ইলেকট্রোউইক ঘ. নিউক্লীয় বল
২২. সৃষ্টিজগতের সবচেয়ে ‘শক্তিশালী বল’ কোনটি?
ক. মহাকর্ষ বল
খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল
ঘ. সবল নিউক্লীয় বল
২৩. প্রোটন ও নিউট্রনের ভেতর কোন বল কাজ করে?
ক. দুর্বল নিউক্লীয় বল
খ. সবল নিউক্লীয় বল
গ. তড়িৎ চৌম্বক বল
ঘ. মহাকর্ষ বল
২৪. প্রোটন ও নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে আটকে রাখে কোন বল?
ক. মহাকর্ষ বল
খ. তড়িৎ চৌম্বক বল
গ. দুর্বল নিউক্লীয় বল
ঘ. সবল নিউক্লীয় বল
২৫. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটো বলের মান সমান এবং দিক বিপরীতমুখী হলে, তাদের কী বলে?
ক. সাম্য বল খ. অসাম্য বল
গ. মহাকর্ষ বল ঘ. তড়িৎ চৌম্বক বল
২৬. কোন বলের লব্ধি শূন্য হয়?
ক. অসাম্য বল খ. অস্পর্শ বল
গ. সাম্য বল ঘ. স্পর্শ বল
২৭. মৌলিক বলের ক্ষেত্রে বলা যায়—
i. তিন ধরনের মৌলিক বল আছে
ii. চার ধরনের মৌলিক বল আছে
iii. ভবিষ্যতে সব মৌলিক বলকে একটিমাত্র সূত্রে ব্যাখ্যা করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. দুর্বল নিউক্লীয় বল—
i. মহাকর্ষ বল অপেক্ষা সবল
ii. তড়িৎ চৌম্বক বল অপেক্ষা দুর্বল
iii. 10-18 m দূরত্বে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. মহাকর্ষ বলের কারণে—
i. গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায়
ii. নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরে
iii. পৃথিবীর চারদিকে চাঁদ ঘোরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে—এটি নিউটনের কোন সূত্র?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. নিত্যতা
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.ঘ ২৯.খ ৩০.ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা