পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল কোনটি?
ক. ৩ বছর ৭ মাস ৩ দিন
খ. ৩ বছর ৮ মাস ৩ দিন
গ. ৩ বছর ৯ মাস ৩ দিন
ঘ. ৩ বছর ১০ মাস ৩ দিন
১২. পাকিস্তান সেনাবাহিনী কত হাজার গ্রামীণ হাটবাজার জ্বালিয়ে দেয়?
ক. ১৯ খ. ২০
গ. ২২ ঘ. ২৪
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন মন্ত্রিসভা গঠিত হয় কবে?
ক. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
খ. ১৯৭৩ সালের ১৬ মার্চ
গ. ১৯৭৪ সালের ১০ জানুয়ারি
ঘ. ১৯৭৪ সালের ১২ জুন
১৪. পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে কতটি রেল সেতু ধ্বংস করে?
ক. ৩০০টি খ. ৩৭৪টি
গ. ৩৮০টি ঘ. ৩৯০টি
১৫. বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সরকার ‘গণপরিষদ আদেশ’ জারি করে কখন?
ক. ১৯৭২ সালের ২৩ মার্চ
খ. ১৯৭২ সালের ২৪ এপ্রিল
গ. ১৯৭২ সালের ২০ মে
ঘ. ১৯৭২ সালের ২২ জুন
১৬. গণপরিষদের একমাত্র কাজ ছিল কোনটি?
ক. নির্বাচন পরিচালনা
খ. সরকার গঠন
গ. পাঁচসালা পরিকল্পনা প্রণয়ন
ঘ. সংবিধান প্রণয়ন
১৭. গণপরিষদের নেতা নির্বাচিত হন কে
ক. তাজউদ্দীন আহমদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. জিয়াউর রহমান
১৮. গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার নির্বাচিত হন কে?
ক. শাহ আবদুল হামিদ
খ. মোহাম্মদ উল্লাহ
গ. আবু সাঈদ চৌধুরী
ঘ. আতাউর রহমান
১৯. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক ছিলেন কে?
ক. শাহ আবদুল হামিদ
খ. মোহাম্মদ উল্লাহ
গ. সুরঞ্জিত সেনগুপ্ত
ঘ. ড. কামাল হোসেন
২০. বাংলাদেশের সংবিধান বিল গণপরিষদে পাস হয় কত তারিখে?
ক. ১৯৭২ সালের ৪ অক্টোবর
খ. ১৯৭২ সালের ৪ নভেম্বর
গ. ১৯৭২ সালের ৪ ডিসেম্বর
ঘ. ১৯৭২ সালের ৬ ডিসেম্বর
সঠিক উত্তর
অধ্যায় ১৪: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.খ
কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা