৩. প্রশ্ন: কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকদের আনন্দপূর্ণ নানা অভিমতের বর্ণনা দাও।
উত্তর: খেলা এবং খেলায় জিতে আসাই ইমদাদ হকের একমাত্র লক্ষ্য। খেলার মাঠে সব খেলোয়াড়কে পেছনে ফেলে ইমদাদ হক বল নিয়ে ছুটে চলে। বাঁ পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে ঠেলা মেরে দেয়। তার খেলার এই কৌশল দেখে মুগ্ধ দর্শক ইমদাদ হককে নানাভাবে উত্সাহিত করে। দর্শকনন্দিত খেলোয়াড় ইমদাদও জীবন-মরণ পণ করে সব বাধা পায়ে দলে এগিয়ে যায়। প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দর্শক বাহবা অর্জন করে। দর্শকদের এই ভালোবাসায় সে ভুলে যায় আঘাতের যন্ত্রণা। মেসে এসে মালিশ মাখে, তাতেও যেন অনেক শান্তি। দর্শকেরা সকালের খবরের কাগজে তার কৃতিত্ব ও সফলতার প্রশংসা দেখে মুগ্ধ হয়।
৪. প্রশ্ন: ইমদাদ হক সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
উত্তর: ইমদাদ হক একজন জাত খেলোয়াড়। খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা-পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ অনেক আঘাত পায়। তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা