৩১. রসুলপুর গ্রামের অধিকাংশ মানুষ গৃহহীন। এটি নিচের কোনটিকে নির্দেশ করে?
ক. খাদ্যের স্বল্পতা খ. বস্ত্রের স্বল্পতা
গ. অর্থের স্বল্পতা ঘ. ভূমি স্বল্পতা
৩২. রহিমের বয়স ১৩ বছর। রহিম অপরাধ করলে কোন ধরনের অপরাধ হবে?
ক. লঘু অপরাধ খ. কিশোর অপরাধ
গ. যুব অপরাধ ঘ. মারাত্মক অপরাধ
৩৩. মৌলিক চাহিদাগুলো কীরূপ?
ক. মুখাপেক্ষী নয় খ. পরস্পর নির্ভরশীল
গ. নির্ভরশীল নয় ঘ. জটিল
৩৪. রফিক মিয়া কুসংস্কার বিশ্বাস করেন। এতে যা নির্দেশ করে—
i. তিনি নিরক্ষর
ii. তিনি বিজ্ঞ
iii. তিনি অজ্ঞ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. বাংলাদেশে কোন চাহিদা পূরণ করা একান্ত অপরিহার্য?
ক. খাদ্যের চাহিদা
খ. বস্ত্রের চাহিদা
গ. শিক্ষার চাহিদা
ঘ. মৌলিক মানবিক চাহিদা
৩৬. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.২৭% খ. ১.১৭%
গ. ১.৩৭% ঘ. ১.৪৭%
৩৭. বাংলাদেশের সম্পদের বণ্টন ব্যবস্থা কীরূপ?
ক. অসম খ. সমান
গ. গণতান্ত্রিক ঘ. যৌক্তক
৩৮. বাংলাদেশ কোন সম্পদে তেমন সমৃদ্ধিশালী নয়?
ক. প্রাকৃতিক খ. সামাজিক
গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক
৩৯. অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উপায় কী?
ক. শিল্পোন্নয়ন খ. নগরায়ণ
গ. কৃষি উন্নয়ন ঘ. গ্রামীণ উন্নয়ন
৪০. বাংলাদেশে শিল্পায়ন তেমন না হওয়ার পেছনে কোন কারণটি অধিক যুক্তিযুক্ত?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. ধর্মীয় ঘ. সাংস্কৃতিক
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.ঘ ৩২.খ ৩৩.খ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.গ ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.খ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা