১১. প্রশ্ন: বেশির ভাগ গ্যালাক্সির আকার কেমন?
উত্তর: চ্যাপটা থালার মতো।
১২. প্রশ্ন: আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কী?
উত্তর: অ্যান্ড্রোমিডা।
১৩. প্রশ্ন: কত বছর আগে এই মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল?
উত্তর: প্রায় ১৪ বিলিয়ন বছর বা ১ হাজার ৪০০ কোটি বছর আগে।
১৪. প্রশ্ন: বিগ ব্যাং কী?
উত্তর: মহাবিশ্ব সৃষ্টির সময় যে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং।
১৫. প্রশ্ন: মহাবিশ্বের সবচেয়ে প্রথম পরমাণু কী?
উত্তর: হাইড্রোজেন।
১৬. প্রশ্ন: কখন মহাবিশ্ব আলোকিত হতে শুরু করে?
উত্তর: নক্ষত্রের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে।
১৭. প্রশ্ন: নেবুলা কী?
উত্তর: নক্ষত্রের জন্মের শুরুতে হাইড্রোজেন গ্যাস একত্র হয়ে যে বিশাল গ্যাসপিণ্ডের সৃষ্টি করে, সেই গ্যাসপিণ্ডই হলো নেবুলা।
১৮. প্রশ্ন: নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে নেবুলা থেকে কিসের জন্ম হয়?
উত্তর: নক্ষত্রের জন্ম হয়।
১৯. প্রশ্ন: আমাদের সূর্য কত বছর আগে সৃষ্টি হয়েছিল?
উত্তর: ৫০০ কোটি (৫ বিলিয়ন) বছর আগে আমাদের সূর্য সৃষ্টি হয়েছিল।
২০. প্রশ্ন: কত বছর পর সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে?
উত্তর: এখন থেকে ৫০০ কোটি বছর পর।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা