১১. প্রশ্ন: কে এবং কখন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান?
উত্তর: জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান।
১২. প্রশ্ন: কারা প্রথম নারী দিবস পালন করে?
উত্তর: ১৯১৩ সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রোববার নারী দিবস হিসেবে পালন করে।
১৩. প্রশ্ন: জাতিসংঘ কখন ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়?
উত্তর: ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়।
১৪. প্রশ্ন: আন্তর্জাতিক সনদ ও নীতিমালায় নারীর অধিকারকে কী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর: নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালায় নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
১৫. প্রশ্ন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে কী কী ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়?
উত্তর: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিভিন্ন ধরনের নারী নির্যাতন সম্পর্কে জানা যায়। যেমন নারীদের অ্যাসিড ছুড়ে মারা, যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা, ধর্মীয় অপরাধের কথা বলে অবৈধভাবে শাস্তি দেওয়া ইত্যাদি।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা