১৯. প্রশ্ন: আমাদের সূর্য কত বছর আগে সৃষ্টি হয়েছিল?
উত্তর: ৫০০ কোটি (৫ বিলিয়ন) বছর আগে আমাদের সূর্য সৃষ্টি হয়েছিল।
২০. প্রশ্ন: কত বছর পর সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে?
উত্তর: এখন থেকে ৫০০ কোটি বছর পর।
২১. প্রশ্ন: রেড জায়ান্ট কী?
উত্তর: জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর যখন নক্ষত্র ফুলেফেঁপে নিষ্প্রভ হয়ে যায়, তখন মৃত নক্ষত্রের পরবর্তী এই অবস্থাই হলো রেড জায়ান্ট।
২২. প্রশ্ন: হোয়াইট ডোয়ার্ফ কী?
উত্তর: আলোহীন নিষ্প্রভ নক্ষত্রের অবশেষই হোয়াইট ডোয়ার্ফ।
২৩. প্রশ্ন: নক্ষত্রের জ্বালানি শেষ হওয়ার পর যে বিশাল বিস্ফোরণ ঘটে, তাকে কী বলে?
উত্তর: সুপারনোভা বিস্ফোরণ।
২৪. প্রশ্ন: ব্ল্যাকহোল নামকরণের কারণ কী?
উত্তর: ব্ল্যাকহোলের আকর্ষণ এতটাই শক্তিশালী যে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। সে জন্য এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাকহোল।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা