পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামীকাল ১১ জুলাই বৃহস্পতিবার, পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ তিনটি অধ্যায় ৪, ৫ ও ৭ থেকে সমাধান সহ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) প্রকাশ করা হলো। আজকের এই লেখায় অধ্যায় ৭ থেকে সমাধান সহ গুরুত্বপূর্ণ সব MCQ দেওয়া হলো। ধৈর্য্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. কোনটির ক্ষেত্রে ভ্যান–ডার–ওয়ালস বল বিদ্যমান?
ক. সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর বন্ধন
খ. অক্সিজেন অণুগুলোর মধ্যবর্তী বন্ধন
গ. সিলিকন পরমাণুগুলোর মধ্যবর্তী বন্ধন
ঘ. তামার পরমাণুগুলোর মধ্যবর্তী বন্ধন
২. কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়?
ক. তরল খ. প্লাজমা
গ. কঠিন ঘ. বায়বীয়
৩. কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয়, যখন—
ক. r=r0 খ. r<r0
গ. r>r0 ঘ. r>>r0
৪. আন্তআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল সমান হয়, যখন—
ক. r>r0 খ. r<r0
গ. r=০ ঘ. r=r0
৫. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের কারণ কী?
ক. তড়িৎ বল খ. চৌম্বক বল
গ. মহাকর্ষ বল ঘ. অভিকর্ষ বল
৬. কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেলে কী হয়?
ক. স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে
খ. স্থিতিস্থাপকতা হ্রাস পাবে
গ. পূর্ণ নমনীয় হবে
ঘ. পূর্ণ দৃঢ় হবে
৭. বল প্রয়োগ করে একটি বস্তুর নিচের কোন ধর্ম পরিবর্তন করা যাবে না?
ক. দৈর্ঘ্য খ. ভর
গ. আকৃতি ঘ. আয়তন
৮. নিচের কোন রাশিটি মাত্রাবিহীন রাশি?
ক. বিকৃতি খ. পীড়ন
গ. ইয়ং গুণাঙ্ক ঘ. স্প্রিং ধ্রুবক
৯. আদর্শ দৃঢ় বস্তুর ইয়াং গুণাঙ্ক কত?
ক. -1 খ. 0
গ. 1 ঘ. ∞
১০. নিচের কোনটি মাত্রাবিহীন?
ক. বিকৃতি খ. পীড়ন
গ. ইয়ং গুণাঙ্ক ঘ. দৃঢ়তার গুণাঙ্ক
১১. কোনো তারকে কেটে সমান দুই টুকরা করা হলো, এতে তারের অসহ ভার কত হবে?
ক. পূর্বের অর্ধেক খ. পূর্বের সমান
গ. পূর্বের দ্বিগুণ ঘ. পূর্বের এক–চতুর্থাংশ
১২. ‘পীড়ন বিকৃতির সমানুপাতিক’– কার সূত্র?
ক. হুকের খ. ইয়ং–এর
গ. পয়সনের ঘ. জুরিনের
১৩. আয়তন গুণাঙ্কের অন্য নাম কী?
ক. অসংনম্যতা খ. সংনম্যতা
গ. কাঠিন্যের গুণাঙ্ক ঘ. ইয়ং–এর গুণাঙ্ক
১৪. ইয়ং–এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কী?
ক. [MLT-2] খ. [ML-1T-1]
গ. [ML-1T-2] ঘ. [MLT3]
১৫. বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন হয়, তাকে কী বলে?
ক. আকার পীড়ন খ. আকার বিকৃতি
গ. আয়তন পীড়ন ঘ. আয়তন বিকৃতি
১৬. পয়সনের অনুপাতের ক্ষেত্রে কোনটি খাটে না?
ক. -0.6 খ. -0.1
গ. 0.1 ঘ. 0.6
১৭. নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক?
ক. সিসা খ. তামা
গ. নিকেল ঘ. অ্যালুমিনিয়াম
১৮. বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কী নির্দেশ করে?
ক. স্থিতিস্থাপক গুণাঙ্ক খ. পয়সনের অনুপাত
গ. মোট কৃতকাজ ঘ. একক আয়তনে বিভবশক্তি
১৯. আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি?
ক. পয়সনের অনুপাত খ. সংনম্যতা
গ. ইয়ং গুণাঙ্ক ঘ. দৃঢ়তার গুণাঙ্ক
২০. সান্দ্রবল কী?
ক. কঠিনের বিভিন্ন তলের মধ্যে বাধা খ. তরলের ধর্ম
গ. প্রবাহীর বিভিন্ন স্তরের গতিতে বাধা ঘ. ঘর্ষণ বল
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১. খ ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ
২১. একটি টেনিস বল পানির তলদেশ থেকে সমবেগে ওপরের দিকে উঠছে। নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক. ওজন = প্লবতা + সান্দ্রবল খ. ওজন = প্লবতা
গ. ওজন + সান্দ্রবল = প্লবতা ঘ. ওজন= সান্দ্রবল
২২. বেগ অবক্রম কী?
ক. সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার
খ. ত্বরণ গ. বেগ হ্রাস
ঘ. দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার
২৩. পয়েস (Poise) কিসের একক?
ক. Nms-1 খ. Nm-1s
গ. N-1m-1s ঘ. Nsm-2
২৪. সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটি?
ক. ML-1T-1 খ. MLT-1
গ. ML-1T ঘ. ML-1T-2
২৫. পয়েস (Poise) কিসের একক?
ক. ইয়ং–এর খ. পৃষ্ঠটানের
গ. সান্দ্রতার ঘ. সংনম্যতার
২৬. কোন পদার্থের সান্দ্রতা সবচেয়ে বেশি?
ক. তেল খ. দুধ
গ. মধু ঘ. পানি
২৭. পৃষ্ঠটানের মাত্রা কোনটি?
ক. MLT-2 খ. MLT-1
গ. MT-2 ঘ. LT-2
২৮. তরলের পৃষ্ঠ সর্বদা সংকুচিত হয়ে আসতে চায় কেন?
ক. সান্দ্র ধর্মের জন্য খ. পৃষ্ঠটানের জন্য
গ. চাপের জন্য ঘ. তাপমাত্রার জন্য
২৯. কাচ ও বিশুদ্ধ পানির ক্ষেত্রে স্পর্শ কোণের মান কত?
ক. 4° খ. 8°
গ. 90° ঘ. 140°
৩০. কী কারণে কাচের গায়ে পানি লেগে থাকে?
ক. পৃষ্ঠটান খ. আসঞ্জন
গ. সান্দ্রতা ঘ. সংশক্তি
৩১. সর্বনিম্ন যে বলে কোনো তার ছিঁড়ে যাবে, তাকে কী বলে?
ক. স্থিতিস্থাপক সীমা খ. অসহ ভার
গ. সহনসীমা ঘ. নতি বিন্দু
৩২. নিচের কোন বলটি বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না?
ক. মহাকর্ষ বল খ. তড়িৎ বল
গ. চৌম্বক বল ঘ. সংশক্তি বল
৩৩. প্রভাব গোলকের ব্যাসার্ধ কোনটি?
ক. 10-15m খ. 10-10m
গ. 10-9m ঘ. 10-8m
৩৪. কোন ধর্মের কারণে পানির ফেঁাটা
গোলাকৃতি হয়?
ক. তলটান খ. সান্দ্রতা
গ. কৈশিকতা ঘ. স্থিতিস্থাপকতা
৩৫. পৃষ্ঠটানের একক কী?
ক. নিউটন/মিটার খ. নিউটন/মিটার২
গ. নিউটন–মিটার ঘ. নিউটন
৩৬. কোনো তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে কৃতকাজকে কী বলা হয়?
ক. পৃষ্ঠটান খ. সান্দ্রতা
গ. পৃষ্ঠশক্তি ঘ. আয়তন পীড়ন
৩৭. যদি স্পর্শ কোণ 90°–এর বেশি হয়, তবে তরলের পৃষ্ঠ কোণ হবে?
ক. উত্তল খ. অবতল
গ. সমতলাবতল ঘ. সমতলোত্তল
৩৮. যেসব তরল কাচকে ভেজায় না, তাদের ক্ষেত্রে স্পর্শ কোণের মান কত হবে?
ক. 0° খ. 90°
গ. 90° অপেক্ষা কম
ঘ. 90° অপেক্ষা বেশি
৩৯. বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কী বলা হয়?
ক. পৃষ্ঠটান খ. আসঞ্জন বল
গ. সংশক্তি বল ঘ. সান্দ্র বল
৪০. যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয়, তখন এর পৃষ্ঠটানের কী পরিবর্তন হয়?
ক. বৃদ্ধি পায় খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে ঘ. শূন্য হয়
সঠিক উত্তর
অধ্যায় ৭: ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. ক ৩৫. ক ৩৬. গ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. ক ৪০. খ
৪১. প্রান্ত বেগের ক্ষেত্রে—
i. ত্বরণ শূন্য হয়
ii. ভারী বস্তুর ওজনের কারণে প্রান্ত বেগ বাড়ে
iii. এর মান প্রবাহী ও গোলকের ঘনত্বের ওপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. তরলের পৃষ্ঠটান
i. একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তির সমান
ii. তাপমাত্রা বাড়াতে থাকলে হ্রাস পায়
iii. জৈব পদার্থ দ্রবীভূত থাকলে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. তরলের পৃষ্ঠটান নির্ভর করে—
i. কৈশিক নলের ব্যাসার্ধ
ii. সংশক্তি বল
iii. তরলের ঘনত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. পানি বরফে রূপান্তর করা হলে, তার ঘনত্বের কী পরিবর্তন হয়?
ক. শূন্য হয় খ. কমে
গ. একই থাকে ঘ. বাড়ে
৪৫. কোন ধর্মের কারণে পানির ফেঁাটা গোলাকৃতি হয়?
ক. সান্দ্রতা খ. স্থিতিস্থাপকতা
গ. পৃষ্ঠটান ঘ. কৌশিকতা
৪৬. একটি স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং–এর গুণাঙ্ক কী হবে?
ক. হ্রাস পাবে
খ. প্রথমে বৃদ্ধি পেয়ে পরে কমবে
গ. বৃদ্ধি পাবে ঘ. একই থাকবে
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৪১. ঘ ৪২. ঘ ৪৩. গ ৪৪. খ ৪৫. গ ৪৬. ঘ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা