সাংহাই ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাস
সাংহাই ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাস

চীনের সাংহাইতে ভিজিটিং স্কলার ফেলোশিপ, অন্যান্য সুবিধার সাথে দৈনিক মিলবে ৩৭৭৫ টাকা

চীনের সাংহাই শহরে অবস্থিত সাংহাই ওপেন ইউনিভার্সিটি ভিজিটিং স্কলার হিসেবে ফেলোশিপের আবেদন আহ্বান করছে। বিশ্বের বৃহৎ শহরগুলোর মধ্যে অন্যতম সাংহাই কে বলা হয় চীনের বাণিজ্যিক রাজধানী।

সাংহাই ওপেন ইউনিভার্সিটি একটি নতুন ধারার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর আগের নাম ছিলো সাংহাই টিভি ইউনিভার্সিটি, যা ১৯৬০ সালে প্রতিষ্ঠা করা হয়। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে ৪ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রাজুয়েট হয়েছেন। প্রতি বছর পাঁচ লক্ষাধিক লোকের জন্য বৃহৎ আকারের নন-একাডেমিক এডুকেশন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এখান থেকে। এই বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট এবং কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসম্পন্ন (আইসিটি) উন্মুক্ত এবং দূরশিক্ষণের ব্যবস্থা আছে। আইসিটির ব্যবহারকে শিক্ষাব্যবস্থায় অনবদ্য সংযোজনের কারণে ইউনেসকো কর্তৃক কিং হামাদ বিন ঈসা আলখলিফা পুরস্কার পেয়েছে এই ইউনিভার্সিটি। 

একাডেমিক এক্সচেঞ্জের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান এবং আগ্রহী স্কলারদের মধ্যে বৈশ্বিক সহযোগিতাকে উন্নীত করার জন্য এবং উন্মুক্ত ও দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষাপ্রদান ও গবেষণার গুণগত মান বাড়ানোর জন্য সাংহাই ওপেন ইউনিভার্সিটি ২০১৩ সাল থেকে সফলভাবে আন্তর্জাতিক ভিজিটিং স্কলার প্রোগ্রাম পরিচালনা করছে। 

কতজন নেবে

চলতি বছরের জন্য সাংহাই ওপেন ইউনিভার্সিটি ১৫ জন ভিজিটিং স্কলারকে ফেলোশিপ প্রদান করবে। যাঁদের একই সঙ্গে সরাসরি এবং দূরশিক্ষণের মাধ্যমে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে। 

কত দিন চলবে প্রোগ্রামটি

দুই সপ্তাহের এই ফেলোশিপ প্রোগ্রামে ১৬ থেকে ২৭ অক্টবর ২০২৩ পর্যন্ত সরাসরি সশরীর উপস্থিত থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৩

নির্বাচিতদের তালিকা প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩

আবেদনকারীর আবশ্যিক যোগ্যতা 

  • ইংরেজিতে খুবই দক্ষ হতে হবে এবং অবশ্যই ইংরেজিতে সাবলিলভাবে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। এই প্রোগ্রামটি সম্পূর্ণ ইংরেজিতে পরিচালিত হবে।

  • ন্যূনতম এমএ ডিগ্রি অথবা তার ওপরের কোনো ডিগ্রি থাকতে হবে।

  • উন্মুক্ত এবং দূরশিক্ষণে শিক্ষাদান অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

  • অবশ্যই সুস্বাস্থের অধিকারী হতে হবে।

  • উপরোক্ত যোগ্যতাসমূহের পাশাপাশি যাঁদের প্রশাসনিক কাজের অভিজ্ঞতা অথবা সহযোগিতামূলক গবেষণার অভিজ্ঞতা আছে, তাঁরা অগ্রাধিকার পাবেন।

যেসব সুবিধা মিলবে

  • হোটেলে থাকার ব্যবস্থা।

  • ফেলোশিপকালীন জীবনযাপন ব্যয়।

  • সাংহাইয়ের ভেতর যাতায়াতের জন্য প্রতিদিন প্রায় ৩৭৭৫ টাকা (250 RMB)।

  • কাজের জন্য ওয়ার্কস্পেস, ওয়াইফাই, টেলিফোন ও ইন্টারনেট সুবিধা।

জেনে রাখুন

  • আর্থিক সুবিধাসমূহ সরকারের পক্ষ থেকে অনুমোদিত হওয়া সাপেক্ষে দেওয়া হবে।

  • চীনে যাওয়া-আসার বিমান টিকেটের ব্যয় আবেদনকারীকেই বহন করতে হবে।

  • স্বাস্থ্য বিমা থাকতে হবে। যদি না থাকে তবে সাংহাই থেকে তা আবেদনকারীকেই নিজস্ব ব্যয়ে করে নিতে হবে।

  • ভিসা এপ্লিকেশন প্রসেস এবং ট্র্যাভেল প্ল্যান যথাযথভাবে সম্পন্ন না করলে কর্তৃপক্ষ যেকোনো সময় ফেলোশিপ বাতিল করার অধিকার রাখে।

  • ফেলোদের রিসার্চ প্রপোজালে উল্লেখিত রিসার্চ যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং এ–সম্পর্কিত একটি প্রেজেন্টেশন দিতে হবে।

  • প্রোগ্রাম শেষে ন্যূনতম ৩০০০ শব্দের একটি ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে।

  • আবেদন করার পূর্বে এখান থেকে বিস্তারিত জেনে নিন।

কাগজপত্র যা লাগবে

  • আবেদনকারীর সিভি (Curriculum Vitae)।

  • রিসার্চ প্রপোজাল।

  • প্রফেশনাল লেটার অব রিকমেন্ডেশন, যা আবেদনকারীর বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, রেক্টর, চ্যান্সেলর অথবা ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে হতে হবে।

  • সম্প্রতি তোলা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

  • আবেদনকারীর পাসপোর্টের স্ক্যান কপি।

    * সকল কাগজপত্র ইংরেজিতে হতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

অনলাইনে আবেদনের লিংক: https://lowcode-0g0lid1w4bab76d8-1259223015.tcloudbaseapp.com/app-ffhvlait/production

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: global.sou.edu.cn

আবেদনসংক্রান্ত যোগাযোগ

Ms. Dorothy Tang

ইমেইল: tanghf@sou.edu.cn অথবা tanghf0901@163.com

মোবাইল: +86 13671627400

টেলিফোন: +86 21 2565 3412

ফ্যাক্স: +86 21 25653267

চিঠি পাঠানোর ঠিকানা: The Institute of International Exchange of SOU, Room 402, Building No.1 288 Guoshun Road, Shanghai, China, 200433