১. জীবনব্যাপী বিস্তার লাভ করে থাকে কোন রোগ?
ক. শারীরিক রোগ খ. বুদ্ধিবৃত্তিক রোগ
গ. মানসিক রোগ ঘ. মরণব্যাধি রোগ
২. মানবিক সমস্যাগুলোর পথে কিসের আন্তসম্পর্ক বিদ্যমান?
ক. সমাজকর্মের
খ. পৌরনীতি ও সুশাসনের
গ. মনোবিজ্ঞানের
ঘ. নৃবিজ্ঞানের
৩. ‘The Social Work Dictionary’ গ্রন্থের রচয়িতা কে?
ক. রবার্ট এল বার্কার
খ. পি বি হার্টন
গ. এল কে ফ্রাঙ্ক
ঘ. ডেবিট ড্রেসলার
৪. শ্রমিকের মানবিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রক্রিয়া কী?
ক. বিদ্যালয় সমাজকর্ম
খ. শিল্প সমাজকর্ম
গ. ব্যক্তি সমাজকর্ম
ঘ. দল সমাজকর্ম
৫. শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন কোন সমাজকর্মী?
ক. চিকিৎসা সমাজকর্মী
খ. আইন সমাজকর্মী
গ. শিল্প সমাজকর্মী
ঘ. ব্যবসায় সমাজকর্মী
৬. প্রবীণদের বাসস্থানগত নিরাপত্তা প্রদান করে কোন সমাজকর্ম?
ক. প্রবীণ কল্যাণ সমাজকর্ম
খ. বিদ্যালয় সমাজকর্ম
গ. ব্যক্তি সমাজকর্ম
ঘ. দল সমাজকর্ম
৭. কেবল ব্যক্তিবিশেষকে প্রভাবিত করে কোন সমাজকর্ম?
ক. সনাতন সমাজকর্ম
খ. আদিম সমাজকর্ম
গ. আধুনিক সমাজকর্ম
ঘ. ক্লিনিক্যাল সমাজকর্ম
৮. সক্ষম প্রবীণদের কী দেওয়ার ব্যবস্থা করেন সমাজকর্মীরা?
ক. খাদ্য খ. ওষুধ
গ. পথ্য ঘ. কাজ
৯. চিকিৎসা সমাজকর্মীরা সাধারণত কীভাবে কাজ করে থাকেন?
ক. এককভাবে খ. ব্যক্তিগতভাবে
গ. দল গঠনের মাধ্যমে ঘ. অগোছালোভাবে
১০. কৈলাশ ব্যস্ত ছিল কেন?
ক. ধানের আঁটি বাঁধায়
খ. নৌকাটি খুলে দিতে
গ. বাহকের মাথায় খড় চাপাতে
ঘ. নিজে খড় বহন করতে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.ক ৩.ক ৪.খ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.গ ১০.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা