২১. ‘বাজারে সবজির দাম কমছে না।’—এই বাক্যে ‘কমছে’ কোন ক্রিয়া?
ক. প্রযোজক খ. সংযোগ
গ. যৌগিক ঘ. নাম
২২. ‘মরচে ধরা’ কোন ক্রিয়াযোগে গঠিত?
ক. নাম ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া
গ. সংযোগ ক্রিয়া ঘ. মিশ্র ক্রিয়া
২৩. ‘বৃদ্ধি পাওয়া’ কোন ক্রিয়াযোগে গঠিত সংযোগ ক্রিয়ার উদাহরণ?
ক. নাম ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া
গ. যৌগিক ক্রিয়া ঘ. প্রযোজক ক্রিয়া
২৪. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২৫. প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?
ক. যৌগিক ক্রিয়া খ. নিজন্ত ক্রিয়া
গ. মিশ্র ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া
২৬. ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।’—বাক্যের কোন ধরনের ক্রিয়ার ব্যবহার?
ক. নাম ধাতুর ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া
গ. যৌগিক ক্রিয়া ঘ. মিশ্র ক্রিয়া
২৭. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
ক. অজগরটি ফোঁসছে
খ. তরকারি বাসি হলে টক হয়
গ. সাইরেন বেজে উঠল
ঘ. মাথা ঝিমঝিম করছে
সঠিক উত্তর
পরিচ্ছেদ ২১: ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. গ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা