ব্যাবিলন গ্রুপের শিক্ষাবৃত্তি: এসএসসি ২০২৩ শিক্ষার্থীদের জন্য

ব্যাবিলন গ্রুপ ২০২৩ সালে এসএসসি পাস ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্পের ১০ম পর্বের প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শর্ত

  • এসএসসি পাসের বছর: ২০২৩

  • প্রাপ্ত ফলাফল: গোল্ডেন জিপিএ-৫

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে

  • শিক্ষাবৃত্তির আবেদনপত্র

  • এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (সত্যায়িত)

  • সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট (সত্যায়িত)

  • কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র (সত্যায়িত)

  • একটি পূর্ণাঙ্গ বায়োডাটা (পূর্ণঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্যসংখ্যা, তাদের পেশা, মোবাইল নম্বর ও আয়ের বর্ণনাসহ) সত্যায়িত করে জমা দিতে হবে।

জেনে রাখো

  • ১৫ অক্টোবরের মধ্যে আবেদনকারীর JPEG ফরম্যাটে ছবি (Width 590 pixels, Height 708 pixels)  কাগজপত্রসহ স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকানায় ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

  • ই–মেইলের সাবজেক্টে Babylon Scholarship –2023 লিখতে হবে।

  • ই–মেইল ছাড়া ব্যাবিলন গ্রুপে সরাসরি পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।