পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৫১. ‘আইনকে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম’—বলেছেন কে?
ক. উড্রো উইলসন
খ. টি এইচ গ্রিন
গ. হ্যারল্ড জে লাস্কি
ঘ. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড
৫২. রাষ্ট্রের আইন কিসের মাধ্যমে প্রণীত হয়?
ক. আইনসভার খ. প্রথার
গ. রীতিনীতি ঘ. সংবিধান
৫৩. ‘সিগন্যাল পয়েন্টে লালবাতি জ্বলে উঠলেও একটি গাড়ি দ্রুতবেগে চলে যায়। কিন্তু ট্রাফিক পুলিশের গাড়ি পিছু নিয়ে গাড়িটিকে আটকে দেয় এবং ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।’ এ ঘটনার মধ্য দিয়ে কী ফুটে উঠেছে?
ক. পুলিশি শাসনের চিত্র
খ. আইনের প্রাধান্য
গ. আইনের দৃষ্টিতে সাম্য
ঘ. সরকারের ক্ষমতা প্রদর্শন
৫৪. সামগ্রিকভাবে সরকারের বিভাগ কয়টি?
ক. ২টি খ. ৫টি
গ. ৩টি ঘ. ৪টি
৫৫. সামাজিক জীবনে কোনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান?
ক. রাষ্ট্র খ. সংগঠন
গ. পরিষদ ঘ. একতা
৫৬. ব্রিটেনের অধিকাংশ আইনের উৎস কী?
ক. প্রথা
খ. ধর্ম
গ. বিজ্ঞানসম্মত আলোচনা
ঘ. ন্যায়বোধ
৫৭. নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো—
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ii. রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা
iii. সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. আইনের বৈশিষ্ট্য হচ্ছে—
i. মানুষের কাজকে নিয়ন্ত্রণ করা
ii. নাগরিকদের সমতা নিশ্চিত করা
iii. মানুষের চিন্তার পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. কার্যক্রমের স্বচ্ছতা আনা
ii. আইনের শাসন প্রতিষ্ঠা
iii. দক্ষতা বৃদ্ধিতে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. নাগরিকদের দেওয়া কোনটি রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস?
ক. কর খ. খাজনা
গ. ভ্যাট ঘ. কর ও খাজনা
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৫১.ঘ ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ক ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ক ৫৯.ক ৬০.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা