অষ্টম শ্রেণির পড়াশোনা
৯১. স্প্যামের সঙ্গে সংশ্লিষ্ট—
i. যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় ই-মেইল
ii. আপত্তিকর ই-মেইল যা প্রতিনিয়ত পাঠায়
iii. উদ্দেশ্যমূলক ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯২. ই-মেইল বার্তায় লটারিতে বিপুল পরিমাণ অর্থপ্রাপ্তি ঘোষণা কিসের আওতায় পড়ে?
ক. প্রতারণা
খ. উৎসাহ
গ. অনলাইনের অবদান
ঘ. তাৎক্ষণিক খবর প্রদান
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজহারুল ইসলাম একটি প্রতিষ্ঠানের মালিক। তাঁর প্রতিষ্ঠান বিভিন্ন সময় সরকার প্রণীত বিভিন্ন টেন্ডারভিত্তিক কাজ সম্পাদন করে। এ জন্য আজহারুল সাহেবকে বেশ ঝক্কি পোহাতে হয়েছে। বর্তমানে তিনি একটি আধুনিক পদ্ধতির সন্ধান পেয়েছেন, যা তাঁর ঝামেলা ও সময় দুটিই বাঁচিয়ে দিয়েছে।
৯৩. আজহারুল সাহেব কোন আধুনিক পদ্ধতির সন্ধান পেয়েছেন?
ক. ই-কমার্স খ. টেলিমেডিসিন
গ. ই-সেবা ঘ. ই-টেন্ডার
৯৪. আজহারুল সাহেব যেসব সুবিধা পাচ্ছেন—
i. সময় কম লাগে
ii. তথ্য গোপন রাখা যায়
iii. দুর্নীতি করার সুযোগ কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৫. ই-টেন্ডারের সাহায্য প্রচলিত টেন্ডারপ্রক্রিয়ার কোন সমস্যার অনেকটা সমাধান করা গেছে?
ক. দুর্নীতি করা খ. খরচ কমানো
গ. মূল্য না দেওয়া ঘ. কাজ পাওয়া
৯৬. ই-টেন্ডারিং চালু হওয়ার ফলে কী হয়েছে?
ক. দুর্নীতি করার সুযোগ কমে গেছে
খ. দুর্নীতি করার সুযোগ কমতে পারে
গ. দুর্নীতি করার সুযোগ বাড়তে পারে
ঘ. দুর্নীতি করার সুযোগ বেড়ে গেছে
৯৭. ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য হ্যাকাররা কোনটি বেছে নিয়েছেন?
ক. ব্যাংকের তথ্যভান্ডার
খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. অনলাইন
ঘ. ইন্টারনেট
৯৮. পৃথিবী থেকে দুর্নীতি কমানোর শক্তিশালী অস্ত্র হিসেবে কোনটি ব্যবহৃত হচ্ছে?
ক. ই-মেইল
খ. তথ্যপ্রযুক্তি
গ. অনলাইন কেনাকাটা
ঘ. ইপ্রবাদে বলা হয়, ক্ষুদ্র পণ্যের বিক্রয়ে লাভ হয় কম, কিন্তু মানুষের মাথায় প্রতিষ্ঠা দেয় অনেক।
৯৯. কোনো দোকান বা শোরুম ছাড়াই পণ্য বিক্রি হয় কিসের মাধ্যমে?
ক. গুগল খ. ই-কমার্স
গ. ই-শপ ঘ. ই-টেন্ডার
১০০. ২০১৩ সাল পর্যন্ত কতটি দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিকে স্বীকৃতি দেওয়া হয়?
ক. ৮০টি খ. ৮৩টি
গ. ৯৩টি ঘ. ১০৩ টি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৯১.ঘ ৯২.ক ৯৩.ঘ ৯৪.ঘ ৯৫.ক ৯৬.ক ৯৭.ক ৯৮.খ ৯৯.খ ১০০.গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা