অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১. ‘দুর্যোগ প্রস্তুতি’ বলতে কী বোঝায়?

ক. দুর্যোগ আসার পরে প্রস্তুতি

খ. দুর্যোগের সময় প্রস্তুতি

গ. দুর্যোগ সংঘটিত হওয়ার আগে প্রস্তুতি

ঘ. দুর্যোগের সময় তড়িঘড়ি প্রস্তুতি

২. বাড়িঘর বন্যায় ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?

ক. আশ্রয়কেন্দ্রে

খ. পাশের বাড়িতে

গ. আত্মীয়ের বাড়িতে

ঘ. ঘরের মধ্যে উঁচু স্থানে

৩. সুনামি কী?

ক. একটি দেশের নাম

খ. একটি রাজধানীর নাম

গ. একটি দ্বীপের নাম

ঘ. একটি প্রাকৃতিক দুর্যোগের নাম

৪. সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?

ক. ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে

খ. পানি দূষিত হওয়ার কারণে

গ. ঝড়বৃষ্টির কারণে

ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ার কারণে

৫. নিচের কোনটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে?

ক. বৃক্ষরোপণ

খ. বৃক্ষনিধন

গ. সামাজিক বনায়ন

ঘ. পরিকল্পিত বনায়ন

৬. ‘গ্রিনহাউস’ মূলত কী?

ক. কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত পৃথিবীর একটি আচ্ছাদন

খ. ওজোন গ্যাসের সমারোহ

গ. অক্সিজেন গ্যাসের আরেক নাম

ঘ. সবুজের সমারোহ

৭. গ্রিনহাউস গ্যাসের অন্য নাম কী?

ক. সবুজ গ্যাস খ. তাপ বৃদ্ধিকারক গ্যাস

গ. রঙিন গ্যাস ঘ. তাপহীন গ্যাস

৮. পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসটি কিসের মতো আচ্ছাদন তৈরি করে?

ক. ছাতার মতো খ. ডিমের মতো

গ. চাদরের মতো ঘ. গোলকের মতো

৯. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে?

ক. পৃথিবী সবুজ হচ্ছে

খ. সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে

গ. বায়ুমণ্ডল শীতল হচ্ছে

ঘ. পৃথিবী ক্রমাগত ঠান্ডা হচ্ছে

১০. কোনটি গ্রিনহাউস গ্যাস?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. মিথেন ও নাইট্রাস অক্সাইড

ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১.গ ২.ক ৩.ঘ ৪.ক ৫.খ ৬.ক ৭.খ ৮.গ ৯.খ ১০.গ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা