ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
কিন্তু পাঁচ গ্রামেও একজন সুখী মানুষের সন্ধান পাওয়া গেল না। অনেক খুঁজে বনের ধারে একজন সুখী মানুষ পাওয়া গেল। সে নিজের শ্রমের আয় দিয়ে খুব সুখে দিন কাটান। প্রয়োজনের অতিরিক্ত তাঁর কোনো সম্পদ নেই। তাই চোরের ভয়ও নেই। রাতে সে শান্তিতে ঘুমোতে পারেন। এটাই বনে বসবাসকারী লোকটির অনাবিল সুখের উৎস।
শেষ পর্যন্ত একজন সুখী মানুষ পাওয়া গেল। কিন্তু দেখা গেল তাঁর কোনো জামা নেই। তাই মোড়লের চিকিৎসা করা আর সম্ভব হলো না। মোড়লের বাঁচার আক্ষেপ রয়েই গেল। এই নাটকের শিক্ষা হলো, পৃথিবীতে সুখ একটা আপেক্ষিক ব্যাপার। কারও অনেক সম্পদ থেকেও জীবনে সুখ নেই। আবার কেউ কেউ কিছু না থাকলেও জীবনে অনেক সুখী।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা