ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
১. কোথায় শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার পাওয়া গেছে?
ক. উয়ারী-বটেশ্বরে
খ. মহেঞ্জোদারোতে
গ. হরপ্পায়
ঘ. পুন্ড্রনগরে
২. কোন সভ্যতায় আন্তবাণিজ্য ও বহির্বাণিজ্যের ব্যবস্থা বিদ্যমান ছিল?
ক. রোমান খ. মিসরীয়
গ. সিন্ধু ঘ. গ্রিক
৩. কোন নগরসভ্যতার অস্তিত্ব ১৭০০ খ্রিষ্টপূর্বাব্দের পর হারিয়ে যায়?
ক. সিন্ধু খ. গ্রিক
গ. রোমান ঘ. মিসরীয়
৪. সিন্ধু সভ্যতার বড় নগর ছিল—
i. কোয়েটা
ii. হরপ্পা
iii. মহেঞ্জোদারো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার কোন উপজেলায় অবস্থিত?
ক. শিবপুর খ. মনোহরদী
গ. বেলাব ঘ. পলাশ
৬. উয়ারী-বটেশ্বর গ্রামে কত হাজার বছর আগে নগরসভ্যতা গড়ে উঠেছিল?
ক. এক হাজার খ. দুই হাজার
গ. আড়াই হাজার ঘ. তিন হাজার
৭. কত বছর আগে মহাস্থানগড় নগরটি গড়ে উঠেছিল?
ক. প্রায় ২৪০০ খ. প্রায় ২৫০০
গ. প্রায় ২৬০০ ঘ. প্রায় ২৭০০
৮. মহাস্থানগড় কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. করতোয়া
৯. মহাস্থানগড়ের পূর্ব নাম কী?
ক. সমতট খ. হরিকেল
গ. পুন্ড্রনগর ঘ. সোনারগাঁ
১০. আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন?
ক. প্রত্নতাত্ত্বিক খ. সমাজবিজ্ঞানী
গ. প্রকৌশলী ঘ. নৃবিজ্ঞানী
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.গ ৩.ক ৪.গ ৫.গ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.ক
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়