৪৩. অপ্রত্যাবর্তী প্রক্রিয়া—
i. সর্বদা একমুখী
ii. একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
iii. তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. প্রত্যাগামী প্রক্রিয়া—
i. খুব ধীর প্রক্রিয়া
ii. স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
iii. কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শফিক তার সাইকেলের চাকায় ধীরে ধীরে বায়ু প্রবেশ করাল। এরপর শফিক তার সাইকেল নিয়ে বাড়ি থেকে স্কুলে গিয়ে স্কুল শেষে আবার বাড়িতে ফিরে আসার একপর্যায়ে চাকাটি হঠাৎ ফেটে গেল।
৪৫. উদ্দীপকের প্রথম ঘটনাটি কোন প্রক্রিয়ার অন্তর্গত?
ক. প্রত্যাবর্তী খ. অপ্রত্যাবর্তী
গ. রুদ্ধতাপীয় ঘ. সমচাপ
৪৬. উদ্দীপকের ২য় ঘটনাটি কোন প্রক্রিয়ায় অন্তর্গত?
ক. প্রত্যাবর্তী খ. অপ্রত্যাবর্তী
গ. সমোষ্ণ ঘ. রুদ্ধতাপীয়
৪৭. কোনো তাপীয় ইঞ্জিন থেকে অর্ধেক তাপ বর্জিত হলে ইঞ্জিনের দক্ষতা কত হবে?
ক. 25% খ. 50%
গ. 75% ঘ. 80%
৪৮. কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
ক. সমোষ্ণ পরিবর্তন ঘটে
খ. রুদ্ধতাপীয় পরিবর্তন ঘটে
গ. তাপ উৎসের তাপমাত্রার পরিবর্তন হয়
ঘ. তাপগ্রাহকের তাপমাত্রার পরিবর্তন হয় না
৪৯. একটি কার্নোচক্রে রুদ্ধতাপীয় প্রসারণ কয়টি?
ক. 1টি খ. 2টি
গ. 3টি ঘ. 4টি
৫০. কার্নোর চক্রের চতুর্থ ধাপে কী ঘটে?
ক. সমোষ্ণ প্রসারণ
খ. সমোষ্ণ সংকোচন
গ. রুদ্ধতাপীয় সংকোচন
ঘ. রুদ্ধতাপীয় প্রসারণ
৫১. একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 32°C ও 127° হলে, দক্ষতা কত?
ক. 25.4% খ. 33.3%
গ. 61.2% ঘ. 66.6%
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.গ ৪৯.ক ৫০.গ ৫১.গ
মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা