১. ‘হিন্দুর অক্ষরকে’ কারা হিংসা করে?
ক. জমিদাররা খ. যাদের মারফত জ্ঞান নেই
গ. শিক্ষিত লোকেরা ঘ. অশিক্ষিত লোকেরা
২. ‘বঙ্গবাণী’ কবিতাটি —
i. মধ্যযুগীয় বাংলা ভাষায় রচিত
ii. পয়ার ছন্দে রচিত
iii. নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ খ. ময়মনসিংহ গীতিকা
গ. শাহনামা ঘ. ইউসুফ জোলেখা
৪. কবি আবদুল হাকিম কোন যুগের কবি?
ক. প্রাচীন যুগের খ. মধ্য যুগের
গ. উত্তর যুগের ঘ. আধুনিক যুগের
৫. ‘ছিফত’ শব্দের অর্থ কী?
ক. গুণ খ. ইচ্ছা
গ. আশা ঘ. গান
৬. ‘নিবেদি’ শব্দের অর্থ কী?
ক. উপস্থাপন খ. কথা
গ. অর্ঘ৵ ঘ. স্বপ্ন
৭. ‘তোষি’ শব্দের অর্থ কী?
ক. লেখালেখি খ. পূর্ণ করি
গ. সন্তুষ্ট করি ঘ. তোষণ করি
৮. ‘নিরঞ্জন’ শব্দের অর্থ কী?
ক. রাত খ. নির্মল
গ. সাদা ঘ. নির্জন
৯. ‘মারফত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সতে৵র সাধনা খ. মরমী সাধনা
গ. জীবন সাধনা ঘ. রহস্যভেদ
১০. ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
ক. জোগায় খ. জড়িয়ে থাক
গ. সাধনা ঘ. ভাগ্য
সঠিক উত্তর
বঙ্গবাণী: ১.খ ২.ঘ ৩.ক ৪.খ ৫.ক ৬.ক ৭.গ ৮.খ ৯.খ ১০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা