অষ্টম শ্রেণির পড়াশোনা
২১. ম্যালওয়্যার—
i. অন্য সফটওয়্যারের কাঙ্ক্ষিত কর্ম সম্পাদনে বাধার সৃষ্টি করে
ii. বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নাম
iii. একধরনের সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. ম্যালওয়্যার সফটওয়্যার—
i. অন্য সফটওয়্যারের কাঙ্ক্ষিত কর্ম সম্পাদনে বাধার সৃষ্টি করে
ii. ব্যবহারকারীর কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি করে
iii. কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকার লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নাম কী?
ক. ম্যালওয়্যার খ. নটন
গ. ক্যাসপারেস্কি ঘ. অ্যাভাস্ট
২৪. কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, রুটকিটস, কিলগার, ডায়ালার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার কিসের অন্তর্ভুক্ত?
ক. অ্যান্টিভাইরাস
খ. নেটওয়ার্ক
গ. সিস্টেম সফটওয়্যার
ঘ. ম্যালওয়্যার
২৫. বেশি ক্ষতিকর ভাইরাস—
i. ওয়ার্ম
ii. ট্রোজান হর্স
iii. ডায়ালার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
ক. ট্রোজান হর্স খ. ডায়ালার
গ. মরিস ওয়ার্ম ঘ. ওয়ার্ম
২৭. ম্যালওয়্যার তৈরি করা হয় কোন উদ্দেশ্যে?
ক. সৎ উদ্দেশ্যে
খ. অসৎ উদ্দেশ্যে
গ. কম্পিউটারের গতি বাড়ানোর জন্য
ঘ. র্যামকে গতিশীল করার জন্য
২৮. কোন অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারের সংখ্যা বেশি?
ক. উইন্ডোজ খ. ম্যাক ওস
গ. ইউনিক্স ঘ. ডস
২৯. বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বেশি?
ক. অ্যাপল মেকিনটোশ
খ. মেকিনটোশ
গ. ইউনিক্স
ঘ. উইন্ডোজ
৩০. ছদ্মবেশী সফটওয়্যার কোনটি?
ক. ট্রোজান হর্স খ. ডেটাবেইস
গ. ফটোশপ ঘ. নরটন
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ঘ ২২.ঘ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.গ ২৭.খ ২৮.ক ২৯.ঘ ৩০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা