৬১. কোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে—
i. সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
ii. মাত্রাতিরিক্ত ঝুঁকি
iii. অতি আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. প্রাচীনকাল থেকে এ দেশের মানুষ—কিসের ওপর নির্ভরশীল?
ক. চাকরির ওপর নির্ভরশীল
খ. কর্মহীন থাকতে পছন্দ করে
গ. কৃষির ওপর নির্ভরশীল
ঘ. শিল্পের ওপর নির্ভরশীল
৬৩. প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফা কম হলে তাকে কী বলা হয়?
ক. ব্যবসায়িক ঝুঁকি খ. আর্থিক ঝুঁকি
গ. সাধারণ ঝুঁকি ঘ. প্রকৃত ঝুঁকি
৬৪. কোনটি ব্যবসায় উদ্যোগ গ্রহণে অন্যতম বাধা?
ক. শ্রমিকের অপর্যাপ্ততা
খ. উদ্যোক্তার জ্ঞানের অভাব
গ. অর্থ সংস্থানের অপর্যাপ্ততা
ঘ. সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
৬৫. কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা কোনটি?
ক. রাজনৈতিক অস্থিরতা
খ. অর্থসংস্থানের অপর্যাপ্ততা
গ. সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
ঘ. শিল্পে অনগ্রসরতা
৬৬. সম্ভাবনাময় উদ্যোক্তারা নতুন কিছু করতে আগ্রহ হারিয়ে ফেলে কোন কারণে?
ক. মূলধনের অভাবের কারণে
খ. লোকসানের আশঙ্কায়
গ. রাজনৈতিক অস্থিরতার কারণে
ঘ. অবকাঠামোগত স্বল্পতার কারণে
৬৭. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কোনটি বাড়ে?
ক. মুনাফা খ. আয়
গ. ঝুঁকি ঘ. বিনিয়োগ
৬৮. যেকোনো দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখে কোন খাত?
ক. শিল্প খাত খ. কৃষি খাত
গ. সেবা খাত ঘ. পরিবহন খাত
৬৯. হেনরি ফোর্ড কোন দেশের উদ্যোক্তা?
ক. নেদারল্যান্ডস খ. ভারত
গ. কঙ্গো ঘ. আমেরিকা
৭০. ইলেকট্রনিক কোম্পানি ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি?
ক. চীন খ. জাপান
গ. মালয়েশিয়া ঘ. ভুটান
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬১.গ ৬২.গ ৬৩.খ ৬৪.গ ৬৫.ক ৬৬.গ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ঘ ৭০.খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা