অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | সুখী মানুষ - বহুনির্বাচনি প্রশ্ন ( ১১- ২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুখী মানুষ

১১. ‘অন্যের মনে দুঃখ দিলে কোনো দিন সুখ পাবে না’—কথাটি কে বলেছেন?

ক. হাসু খ. কবিরাজ

গ. রহমত ঘ. লোক

১২. ‘ঐ কবিরাজ যতই নাড়ি দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই’—সংলাপটি কার?

ক. হাসুর খ. রহমতের

গ. লোকের ঘ. চোরের

১৩. ‘ব্যামো’ অর্থ কী?

ক. নির্বোধ খ. বমি করা

গ. অসুখ ঘ. বৈদ্য

১৪. ‘সুখ’ আসলে কী রকম?

ক. আপেক্ষিক খ. সাপেক্ষ

গ. নিরপেক্ষ ঘ. অর্জিত

১৫. মমতাজউদ্দীন আহমদ বাংলা একাডেমি পুরস্কার পান কিসের জন্য?

ক. নাটকের জন্য

খ. সাহিত্যে অবদানের জন্য

গ. অবদানের জন্য

ঘ. সংস্কৃতির জন্য

১৬. কবিরাজ কেন সুখী মানুষের জামা আনতে বলল?

ক. মোড়লকে সুস্থ করার জন্য

খ. ভিক্ষুককে দেওয়ার জন্য

গ. কবিরাজি চিকিত্সায় ব্যবহারের জন্য

ঘ. রহমতকে দেওয়ার জন্য

১৭. হাসুর মতে, মোড়ল মারা যাবে কেন?

ক. বাঘের চোখ না পাওয়ার জন্য

খ. সুখী মানুষের জামা না পাওয়ায়

গ. মোড়লের জ্ঞান ফিরে না আসায়

ঘ. কবিরাজ রাগ করে চলে যাওয়ায়

১৮. সুখী লোকটি নিজেকে ‘সুখের রাজা, মস্তবড় বাদশা’ বলেছিল। কারণ, তার উপার্জন ছিল—

ক. সৎ পথে পরিশ্রমের মাধ্যমে

খ. নীতিহীন পথে

গ. অনৈতিকভাবে

ঘ. জোরজবরদস্তি করে

১৯. ‘হাসু: পাওয়া যাবে না। সুখী মানুষ পাওয়া যাবে না’। ‘সুখী মানুষ’ নাটিকায় হাসুর এ মন্তব্যের কারণ কী?

ক. সুখ একটা আপেক্ষিক বিষয়

খ. সম্পদ মানুষকে সুখ দেয় না

গ. কোনো মানুষই সুখী নয়

ঘ. মানুষের চাওয়া–পাওয়ার শেষ নেই

২০. ‘আমি মস্তবড় বাদশা’—‘সুখী মানুষ’ নাটিকায় লোকটির এ কথা বলার কারণ কী?

ক. দুনিয়াতে সে-ই সবচেয়ে সম্পদশালী

খ. তার চেয়ে সুখী আর কেউ নেই

গ. তার মতো শক্তিশালী দুনিয়াতে নেই

ঘ. তার বুদ্ধি সচেয়ে বেশি

সঠিক উত্তর

সুখী মানুষ: ১১.ক ১২.ক ১৩.গ ১৪. ক ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা