১. HTML–এর উদ্ভাবক হলেন—
ক. টিম বার্নার্স লি খ. স্টিভ জবস
গ. মার্ক জাকারবার্গ ঘ. বিল গেটস
২. ওয়েব পেজ সাধারণত হতে পারে—
ক. স্ট্যাটিক খ. ডায়নামিক
গ. স্ট্যাটিক ও ডায়নামিক ঘ. ল্যাঙ্গুয়েজ ভিডিও
৩. ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
ক. PYTHON খ. HTML
গ. COBOL ঘ. FORTRAN
৪. HTML দিয়ে ওয়েব প্রেজেন্টেশন তৈরি করার সময় কোন এডিটর ব্যবহার করা হয়-
i. Wordpad
ii. Notepad
iii. Dos Editor
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. কম্পিউটারে HTML ব্যবহার করে Home Page-এ যুক্ত করা যায়—
i. গ্রাফিকস
ii. স্থিরচিত্র
iii. চলমান চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. HTML-এর সুবিধা হলো—
i. সর্বব্যাপী ব্যবহার
ii. কোডিং করা সহজ
iii. অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. Hyper Text Markup Language–এর সাহায্যে কী তৈরি করা যায়?
ক. URL খ. http
গ. TCP/IP ঘ. Web Page
৮. HTML-এর মাধ্যমে কোডিং করতে আমরা কী ব্যবহার করব?
ক. নোটপ্যাড খ. এমএস ওয়ার্ড
গ. টেক্সট এডিট ঘ. মাউস প্যাড
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা