পঞ্চম শ্রেণি - বাংলা | সমার্থক শব্দ (৭১-৭৫)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সমার্থক শব্দ

৭১। রক্ত: শোণিত, লোহিত।

৭২। মুক্ত: স্বাধীন, বাধাহীন।

৭৩। মৃত্যু: চিরবিদায়, অন্তর্ধান।

৭৪। যুদ্ধ: রণ, লড়াই, সমর।

৭৫। মন: চিত্ত, হৃদয়।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সমার্থক শব্দ (৬৬-৭০)