বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৬ | জীববিজ্ঞান - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১১. কোন প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির দ্বারা কোষপর্দার মাধ্যমে খনিজ আয়নের চলাচল হয়?

ক. নিষ্ক্রিয় শোষণ খ. সক্রিয় শোষণ

গ. প্রত্যক্ষ শোষণ ঘ. পরোক্ষ শোষণ

১২. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?

ক. জাইলেম খ. ভাজক টিস্যু

গ. পত্ররন্ধ্র ঘ. ফ্লোয়েম

১৩. বড় উদ্ভিদের পাতায় পানি পৌঁছায় কিসের মাধ্যমে?

ক. ট্রাকিড খ. ভেসেল

গ. সিভনল ঘ. সঙ্গীকোষ

১৪. মূলরোম হতে একটি প্রক্রিয়ায় পানি কর্টেক্সে পৌঁছায়। একইভাবে পানি—

i. অন্তত্বক হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়

ii. কর্টেক্স হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়

iii. পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. পাতার ওপরের ও নিচের কিউটিনের আবরণকে কী বলে?

ক. লেন্টিসেল খ. ক্যালোজ

গ. কিউটিকল ঘ. প্রোটিন

১৬. উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?

ক. কিউটিকল খ. লেন্টিসেল

গ. বর্ষবলয় ঘ. কাইটিন

১৭. জীবনীশক্তির মূল কী?

ক. রক্ত খ. স্নায়ু

গ. পেশি ঘ. হাড়

১৮. রক্তরসের প্রধান উপাদান কী?

ক. অক্সিজেন খ. পানি

গ. লৌহ ঘ. ক্যালসিয়াম

১৯. কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত?

ক. শ্বেত রক্তকণিকা

খ. লোহিত রক্তকণিকা

গ. অণুচক্রিকা

ঘ. স্নায়ুকোষ

২০. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?

ক. ১–৭ দিন খ. ১–১৫ দিন

গ. ১–১৭ দিন ঘ. ১–২৫ দিন

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা