[পূর্ববর্তী লেখার পর]
১. মানুষ মনের ভাব প্রকাশ করে কিসের মাধ্যমে?
ক. লেখালেখি খ. বই পড়া
গ. ঘুরে বেড়ানো ঘ. গান শোনা
২. ওয়ার্ড প্রসেসিং বলতে কী বোঝায়?
ক. ছবি আঁকা
খ. লেখালেখি করা
গ. হিসাব-নিকাশ করা
ঘ. কথা বলা
৩. মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে?
ক. হিসাব-নিকাশের মাধ্যমে
খ. ঘুরে বেড়ানোর মাধ্যমে
গ. ডেটাবেেজর ব্যবহারে
ঘ. লেখালেখির মাধ্যমে
৪. ওয়ার্ড প্রসেসিংয়ের অর্থ কী?
ক. প্রসেস করা খ. প্রক্রিয়াকরণ
গ. শব্দ প্রক্রিয়াকরণ ঘ. বর্ণ প্রক্রিয়াকরণ
৫. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
ক. মাইক্রোসফট অফিস
খ. পাওয়ার পয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
৬. কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহার করে?
ক. মাইক্রোসফট ওয়ার্ড
খ. ফটোশপ
গ. ফক্সপ্রো
ঘ. মাইক্রোসফট অ্যাকসেস
৭. কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?
ক. মাইক্রোসফট অ্যাকসেস
খ. পাওয়ার পয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
৮. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি?
ক. লেখালেখি খ. ছবি সংযোজন
গ. এডিটিং ঘ. সংরক্ষণ করা
৯. অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় কোন মাধ্যমে?
ক. ডেস্কটপ খ. ল্যাপটপ
গ. স্মার্টফোন ঘ. সব কটি
১০. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে—
i. শতকরার হিসাব করা যায়
ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়
iii. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. Close খ. Prepare
গ. New ঘ. Open
১২. ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি ডকুমেন্ট সংরক্ষণে ব্যবহৃত হয়?
ক. Open খ. Save
গ. Prepare ঘ. Publish
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.খ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]