১. ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, তাদের কী বলে?
ক. কৃৎ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয়
গ. কৃদন্ত শব্দ ঘ. তদ্ধিতান্ত পদ
২. তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?
ক. প্রত্যয় খ. প্রকৃতি
গ. মৌলিক শব্দ ঘ. তদ্ধিতান্ত শব্দ
৩. নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?
ক. প্রত্যয় খ. উপসর্গ
গ. শব্দ ঘ. বচন
৪. শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোকে কী বলে?
ক. উপসর্গ খ. অনুসর্গ
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
৫. প্রত্যয় কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৬. ‘মালিক’ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. জমিদারি
খ. বাহাদুরি
গ. ঢাকাই
ঘ. ডাক্তারি
৭. ‘টেকো’ শব্দটিতে কী অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
ক. সংশ্লিষ্ট খ. যুক্ত
গ. উপকরণ ঘ. রোগগ্রস্ত
৮. ‘নিন্দা’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. টেকো খ. গেঁয়ো
গ. জেঠামি ঘ. ইতরামি
৯. ‘রোগগ্রস্ত’ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. চোরা খ. টেকো
গ. ইতরামি ঘ. বেতো
১০. ‘ফলক’ শব্দটির সঠিক শব্দ গঠন কোনটি?
ক. ফল + ক খ. ফল + অক
গ. ফলা + অক ঘ. ফলা + ক
সঠিক উত্তর
পরিচ্ছদ ১১: ১.ক ২.ঘ ৩.গ ৪.গ ৫.ক ৬.ক ৭.খ ৮.গ ৯.ঘ ১০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা