৩১. মনেরা রাজ্যের প্রাণীর কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?
ক. বিভাজন খ. দ্বিবিভাজন
গ. সংশ্লেষণ ঘ. সংযোজন
৩২. ‘ফানজাই’ রাজ্যে নিচের কোনটি অনুপস্থিত?
ক. ক্লোরোপ্লাস্ট খ. কাইটিন
গ. মৃতজীবী ঘ. ইস্ট
৩৩. উন্নত সবুজ উদ্ভিদের রাজ্য কোনটি?
ক. ফানজাই খ. প্লানটি
গ. মনেরা ঘ. সুপার কিংডম
৩৪. টমাস কেভলিয়ার–স্মিথ ২০০৪ সালে জীবজগতের প্রোটিস্টাকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৩৫. ‘Species Plantarum’ বইটি কে রচনা করেন?
ক. মারগুলিস খ. ক্যারোলাস লিনিয়াস
গ. চার্লস ডারউইন ঘ. জন রে
৩৬. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?
ক. ইংরেজি খ. ইটালিক অক্ষরে
গ. লাতিন অক্ষরে ঘ. বাংলায়
৩৭. ‘Nymphaea nouchali’ কিসের বৈজ্ঞানিক নাম?
ক. পাট খ. ধান
গ. শাপলা ফুল ঘ. আম
৩৮. ‘Tenualosa ilisha’ কিসের বৈজ্ঞানিক নাম?
ক. ইলিশ খ. জবা
গ. আম ঘ. ধান
৩৯. আর এইচ হুইটেকারের শ্রেণিবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন কে?
ক. ক্যারোলাস লিনিয়াস
খ. মারগুলিস
গ. নিউটন
ঘ. চার্লস ডারউইন
৪০. ক্যারোলাস লিনিয়াস Species Plantarum বইটি কত সালে রচনা করেন?
ক. ১৭৫৩ সালে খ. ১৭৫৮ সালে
গ. ১৮৬৩ সালে ঘ. ১৮৫৩ সালে
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.গ ৩৮.ক ৩৯.খ ৪০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা