[পূর্ববর্তী লেখার পর]
বাংলা শব্দের শ্রেণীকরণ দেখে নাও
বিশেষ্য: বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। অনেক রকম বিশেষ্য রয়েছে, যেমন—
ক. ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নির্দিষ্ট নাম: রাসেল, গীতাঞ্জলি, ঢাকা।
খ. একই জাতের বা শ্রেণির সবাইকে বোঝায় এমন নাম: শিক্ষক, নদী, গাছ।
গ. কোনো বস্তু বা জিনিসের সাধারণ নাম: ইট, চেয়ার, বই।
ঘ. অনেক সংখ্যক একত্রে থাকা বোঝায় এমন নাম: জনতা, বাহিনী, মিছিল।
ঙ. কোনো গুণের নাম: সরলতা, মাধুর্য, দয়া।
চ. কোনো কাজের নাম: ভোজন, শয়ন, পড়ানো।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]