জীবনে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। এসব ঘটনা আমরা নিজের মতো করে লিখে রাখতে পারি। এভাবে লিখে রাখা বিবরণকে রোজনামচা বলে। তুমিও নিয়মিত রোজনামচা লিখতে পারো। রোজনামচা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রেখো:
১. শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয়।
২. বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয়।
৩. বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয়, যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে। যেমন ‘সকালে সাঁতার কাটলাম’। অথবা ‘সকালে সাঁতার কেটেছি’।
৪. ব্যক্তিগত বিবরণের পাশাপাশি ওই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লিখে রাখা যায়।
এখন তুমি তিন-চার দিনের ঘটনা রোজনামচার আকারে লেখার চর্চা করো। এ জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো:
∎ তোমরা প্রত্যেকে আগামী তিন-চার দিনের দৈনন্দিন ঘটনা, অনুভূতি বা
বিশেষ কোনো অভিজ্ঞতা সংক্ষিপ্তভাবে রোজনামচা আকারে লিখবে।
∎ লেখাটি তোমরা নিজে নিজে, অন্য কারও সঙ্গে আলোচনা ছাড়া করবে।
∎ লেখাটি এক পৃষ্ঠা বা সর্বোচ্চ দুই পৃষ্ঠার মধ্যে হবে।
∎ নির্দিষ্ট তারিখে লেখাটি শ্রেণিশিক্ষকের কাছে জমা দিয়ে তাঁর মতামত নেবে।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা