নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

১১. ‘শ্রেষ্ঠ বিকেলের গল্প’—এখানে ‘শ্রেষ্ঠ বিকেল’ বলতে কোন তারিখকে বোঝায়?

ক. ১৯৭১ সালের ৭ই মার্চ

খ. ১৯৭১ সালের ২৫শে মার্চ

গ. ১৯৭১ সালের ২৬শে মার্চ

ঘ. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর

১২. ‘এই ভাষণ যেন বাঙালি জাতির মুক্তিসংগ্রামের শ্রেষ্ঠ কবিতা।’—এই মন্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাষণ কোনটি?

ক. ৭ মার্চের ভাষণ

খ. ১১ এপ্রিলের ভাষণ

গ. ১১ জুনের ভাষণ

ঘ. ১৮ মের ভাষণ জন্য

১৩. ‘লিখে রেখে যাচ্ছি শ্রেষ্ঠ বিকেলের গল্প’— কাদের জন্য?

ক. মুক্তিযোদ্ধাদের জন্য

খ. বিদ্রোহী শ্রোতাদের জন্য

গ. আগামী দিনের শিশুদের জন্য

ঘ. সংগ্রামী জনতার জন্য

১৪. ‘এই শিশুপার্ক সেদিন ছিল না’—কোথায় ছিল না?

ক. সাভারে খ. মতিঝিলে

গ. টঙ্গীতে ঘ. রেসকোর্সে

১৫. স্বাধীনতা সংগ্রামের বাণী যেখানে উচ্চারিত হয়েছে, সেখানে আজ কী?

ক. রান্নাঘর খ. স্মৃতিসৌধ

গ. শিশুপার্ক ঘ. ভাস্কর্য

১৬. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

ক. শিশুপার্ক খ. সোহরাওয়ার্দী উদ্যান

গ. রমনা পার্ক ঘ. চারুকলা ইনস্টিটিউট

১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ দেন কোথায়?

ক. রমনার বটমূলে খ. রেসকোর্স ময়দানে

গ. শিশুপার্কে ঘ. জাতীয় উদ্যানে

১৮. বঙ্গবন্ধুর ‘অমর কবিতা’র মাধ্যমে কী প্রকাশিত হয়েছে?

ক. পাকিস্তানিদের শৃঙ্খল থেকে মুক্তি

খ. মুক্তিযুদ্ধের সূচনা

গ. নতুন দেশের জন্ম

ঘ. যুদ্ধের আহ্বান

১৯. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে কিসের আহ্বান ছিল?

ক. ক্ষমতা দখল করার

খ. পাকিস্তানিদের উচ্ছেদের

গ. মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার

ঘ. অহিংস নীতি গ্রহণের

২০. ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কিসের ডাক দেন?

ক. সাম্প্রদায়িক সম্প্রীতির

খ. অসহযোগ আন্দোলনের

গ. মুক্তি ও স্বাধীনতার

ঘ. কৃষক বিদ্রোহের

সঠিক উত্তর

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো: ১১.ক ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা