পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো—
i. অবশ্যই সমাধানযোগ্য
ii. বৃহৎ জনগোষ্ঠীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে
iii. প্রকৃতিগতভাবে সৃষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২২. সামাজিক সমস্যা সর্বদা সমাজের কী বিপন্ন করে?
ক. আইন খ. প্রথা
গ. নৈতিকতা ঘ. শৃঙ্খলা
২৩. রাশেদ জেএসসি পরীক্ষায় পাস না করায় নবম শ্রেণিতে ভর্তি হতে পারেনি। এটি কোন বিষয়টিকে নির্দেশ করে?
ক. ব্যক্তিগত সমস্যা
খ. দলীয় সমস্যা
গ. সমষ্টিগত সমস্যা
ঘ. রাষ্ট্রীয় সমস্যা
২৪. সব সামাজিক সমস্যাই কী?
ক. জটিল খ. কঠিন
গ. দুর্বোধ্য ঘ. সমাধানযোগ্য
২৫. সমস্যা কখনো সমাজের কিসের মধ্য সীমাবদ্ধ থাকে না?
ক. আইনের খ. প্রথার
গ. রীতির ঘ. জনগোষ্ঠীর
২৬. সমাজ প্রতিনিয়ত কী?
ক. অপরিবর্তনীয় খ. পরিবর্তনশীল
গ. স্থিতিশীল ঘ. স্থায়ী
২৭. সামাজিক সমস্যার কয়টি দিক রয়েছে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২৮. কোনটি মানুষকে সমাজে কাঙ্ক্ষিত আচরণ থেকে বিচ্যুত রাখতে পারে?
ক. সামাজিক চাপ খ. মানসিক চাপ
গ. অর্থনৈতিক চাপ ঘ. রাজনৈতিক চাপ
২৯. মানুষ কল্যাণমুখী কাজের ক্ষমতা হারিয়ে ফেলে কখন?
ক. সুখে পড়লে
খ. সমস্যার আবর্তে পড়লে
গ. আনন্দে পড়লে
ঘ. অর্থের লোভে পড়লে
৩০. সমাজের সব ধরনের সমস্যার সঙ্গে কোন বিষয়টি জড়িত?
ক. শারীরিক ক্ষতি খ. নৈতিক ক্ষতি
গ. আর্থিক ক্ষতি ঘ. সাংস্কৃতিক ক্ষতি
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.গ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা