১৮. কোনটি উত্পাদনের বাহন?
ক. বাণিজ্য খ. শিল্প
গ. পণ্য ঘ. কারখানা
১৯. ব্যবসায়ের তথ্যগত বাধা দূর করে কোনটি?
ক. বিমা খ. পরিবহন
গ. বিজ্ঞাপন ঘ. ব্যাংকিং
২০. কোন স্থানকে পতুর্গিজরা ‘Porto pequeno বা ক্ষুদ্র বন্দর’ নামে অভিহিত করেন?
ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম
গ. চট্টগ্রাম ঘ. পায়রা
২১. ব্যবসায়ে কোনটি বিদ্যমান?
ক. নিশ্চিত সফলতা খ. ব্যর্থতা
গ. ঝুঁকি ঘ. মুনাফা
২২. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. প্রাক্–মধ্যযুগে ঘ. আধুনিক যুগে
২৩. ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে?
ক. ক্ষতি খ. মুনাফা
গ. ঝুঁকি ঘ. অর্থ
২৪. প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়—
i. লন্ড্রি
ii. সেলুন
iii. বিউটি পারলার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. ব্যবসায়ের সময়গত বাধা দূর করে কোনটি?
ক. গুদামজাতকরণ খ. বিমা
গ. ব্যাংকিং ঘ. পরিবহন
২৬. কর মওকুফ কোন ধরনের সুবিধা?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. বেসরকারি ঘ. সরকারি
২৭. ভোক্তার নিকট পণ্য বা সেবা প্রেরণের সকল বাধা দূর করে কোনটি?
ক. ব্যবসা খ. বাণিজ্য
গ. শিল্প ঘ. উত্পাদন
২৮. মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী কী করেন?
ক. ব্যয় খ. ভোগ
গ. চাকরি ঘ. বিনিয়োগ
২৯. একসময় কোন কোন ক্ষেত্রে আমাদের দেশ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে?
i. জামদানি শাড়ি
ii. মসলিন শাড়ি
iii. জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. বায়ু দূষিত হয় কিসের কারণে?
ক. কৃষিক্ষেত্রে সার ব্যবহারের কারণে খ. অধিক বৃষ্টিপাতের কারণে
গ. যানবাহনের ধোঁয়ার কারণে ঘ. গাছ কাটার কারণে
৩১. নিচের কোনটির দ্বারা মানুষ ব্যাপকভাবে প্রভাবিত হয়?
ক. পরিবেশ খ. ব্যবসায়
গ. রাজনীতি ঘ. সম্পদ
৩২. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. অর্থনৈতিক খ. পারিবারিক
গ. সামাজিক ঘ. রাজনৈতিক
৩৩. শিক্ষা ও সংস্কৃতি কোন ব্যবসায় পরিবেশের অন্তর্গত?
ক. প্রাকৃতিক খ. আইনগত
গ. প্রযুক্তিগত ঘ. সামাজিক
৩৪. নার্সারি কোন শিল্পের অন্তর্গত?
ক. নির্মাণ খ. প্রজনন
গ. উত্পাদন ঘ. নিষ্কাশন
৩৫. ব্যবসায় উন্নয়ন ঘটায়—
i. গবেষণায়
ii. সৃজনশীল কাজের
iii. শিল্পের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?
ক. আর্থিক মূল্য খ. উপযোগ
গ. কার্যকারিতা ঘ. ভোগযোগ্যতা
৩৭. ঝুঁকি ব্যবসায়ের কী?
ক. উদ্দেশ্য খ. বৈশিষ্ট্য
গ. সুবিধা ঘ. অসুবিধা
৩৮. কোন দেশের সম্রাট চট্টগ্রামের জাহাজ পছন্দ করতেন?
ক. গ্রিক দেশের খ. রোম দেশের
গ. মিসর দেশের ঘ. ইতালি দেশের
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৮. খ ১৯. গ ২০. খ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. খ ৩৮. খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা