নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. গত ১০০ বছরে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে?

ক. ১°C খ. ২°C

গ. ৪°C ঘ. ৫°C

৪২. আন্তর্জাতিক নদীগুলো পানি ব্যবহার সম্পকি৴ত হেলসিংকি নিয়ম কত সালে হয়েছিল?

ক. ১৯৬৬ খ. ১৯৬৭

গ. ১৯৬৯ ঘ. ১৯৭২

৪৩. মানুষের মৌলিক চাহিদা কয়টি?

ক. ৫ খ. ৭

গ. ৮ ঘ. ৯

৪৪. ‘বিশুদ্ধ পানি’ কী?

ক. পুরোপুরি নিরপেক্ষ

খ. পুরোপুরি পরিষ্কার

গ. অক্সিজেনযুক্ত

ঘ. জারিত

৪৫. বিশুদ্ধ পানির pH কত?

ক. ৭ খ. ৮

গ. ৯ ঘ. ১০

৪৬. ইলিশ—

i. সামুদ্রিক মাছ

ii. লবণাক্ত পানির মাছ

iii. ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. ‘হেলসিংকি নিয়ম’ কী?

ক. আন্তর্জাতিক নদীগুলোর পানি ব্যবহারের একটি রিপোট

খ. গ্যাস ব্যবহারের একটি নীতিমালা

গ. তেল ব্যবহারের একটি রিপোট

ঘ. আন্তর্জাতিক নদীদূষণের একটি রিপোট

৪৮. আন্তর্জাতিক পানি ব্যবহারের চুক্তি তৈরি হয় কত সালে?

ক. ১৯৯৭ খ. ১৯৯৯

গ. ২০০১ ঘ. ২০০৪

৪৯. সর্বজনীন দ্রাবক কোনটি?

ক. পারদ খ. পানি

গ. অক্সিজেন ঘ. সালফার

৫০. পানিতে ক্ষতিকর ধাতব পদার্থগুলো হলো—

i. আর্সেনিক ii. মার্কারি

iii. লবণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.ক ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.ক ৪৬.ঘ ৪৭.ক ৪৮.ক ৪৯.খ ৫০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা