পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১. পলিমার শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. জার্মান
খ. আরবি
গ. ফারসি
ঘ. গ্রিক
২. পলিমারের ক্ষুদ্রতম অণুকে কী বলে?
ক. মনোমার
খ. উমার
গ. ট্রাইমার
ঘ. বেসিমার
৩. পলিথিনের মনোমার কোনটি?
ক. ইথিলিন
খ. ভিনাইল ক্লোরাইড
গ. ফেনল
ঘ. ফরম্যালডিহাইড
৪. কোনটি বাকেলাইট দ্বারা নির্মিত?
ক. থালাবাসন
খ. নাইলনের সুতা
গ. বৈদ্যুতিক সুইচ ঘ. কার্পেট
৫. পিভিসি পাইপের মনোমার কোনটি?
ক. ইথিলিন
খ. ভিনাইল ক্লোরাইড
গ. ফেনল
ঘ. ফরম্যালডিহাইড
৬. প্রকৃতিতে কোন পলিমারটি পাওয়া যায়?
ক. রাবার
খ. পিভিসি
গ. পলিথিন
ঘ. মেলামাইন
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা