বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : সিরাজউদ্দৌলা | বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সিরাজউদ্দৌলা

১. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং কয়টি দৃশ্যে উপস্থিত ছিলেন?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. আটটি

২. মনীষী অ্যারিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

৩. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন—এ বড় লজ্জার কথা’— উক্তিটি কার?

ক. মীরজাফরের খ. জগৎশেঠের

গ. রায়দুর্লভের ঘ. উমিচাঁদের

৪. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন—এ বড় লজ্জার কথা’—উমিচাঁদের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. হাস্যরস খ. রঙ্গরস

গ. বিদ্রূপ ঘ. গ্লানি

৫. নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল?

ক. ক্লাইভ খ. হলওয়েল

গ. ড্রেক ঘ. ওয়াটস

৬. ‘যত বড় মুখ নয় তত বড় কথা—সংলাপটি কার?

ক. হলওয়েলের খ. ওয়ালি খানের

গ. ক্লেটনের ঘ. সিরাজের

৭. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’—বাক্যটির মর্মার্থ কী?

ক. বেশি স্পর্ধা খ. ওজনহীন কথা

গ. গুরুত্বহীন কথা ঘ. অনর্থক কথা

৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে নবাব হলে সবার উদ্দেশ্যই হাসিল হবে?

ক. মীরজাফর খ. মানিকচাঁদ

গ. ঘসেটি বেগম ঘ. শওকত জঙ্গ

৯. ‘সিরাজের পতন কে না চায়’—সংলাপটি কার?

ক. রায়দুর্লভের খ. মীরজাফরের

গ. উমিচাঁদের ঘ. ঘসেটি বেগমের

১০. ‘তুমি কম সাপিনী নও’—ঘসেটি বেগমের এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. হিংসা খ. ঘৃণা

গ. বিদ্রোহ ঘ. প্রতিরোধ

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ১.ঘ ২.ক ৩.ঘ ৪.গ ৫.গ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা