ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

১. ‘ভাইরাস’ শব্দের অর্থ কী?

ক. উপকারী খ. অপকারী

গ. বিষ ঘ. সংক্রামক

২. অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে অক্ষম?

ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া

গ. ছত্রাক ঘ. শৈবাল

৩. ভাইরাসের মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কী বলে?

ক. প্লাজমা মেমব্রেন খ. কলার

গ. জিনোম ঘ. ক্যাপসিড

৪. কোথায় দ্বিসূত্রক RNA দেখা যায়?

ক. ব্যাকটেরিওফাজ খ. কলিফাজ

গ. রিওভাইরাস ঘ. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস

৫. রিও ভাইরাসে কোনটি থাকে?

ক. এক সূত্রক DNA

খ. দ্বিসূত্রক DNA

গ. এক সূত্রক RNA

ঘ. দ্বিসূত্রক RNA

৬. কোন ভাইরাসটি পাউরুটি আকৃতির?

ক. T2 ফাজ খ. ভ্যাক্সিনিয়া

গ. HIV ঘ. TMV

৭. নিচের চিত্রের গঠনটির নাম কী?

ক. T2-ফাজ খ. ভ্যাক্সিনিয়া

গ. TMV ঘ. পোলিও

৮. সংক্রমণক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?

ক. ভিরিয়ন খ. ক্যাপসোমিয়ার

গ. পেপলোমিয়ার ঘ. নিউক্লিওক্যাপসিড

৯. মানবদেহে বসন্ত রোগ সৃষ্টি করে কোন ভাইরাস?

ক. ভেরিওলা খ. রুবিওলা

গ. র৵াবিস ঘ. H1V1

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.গ ২.ক ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]