[পূর্ববর্তী লেখার পর]
২৮. খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির পদ প্রস্তাব করেন?
ক. ইমাম গাযালি (র.)
খ. ইমাম শাফেয়ি (র.)
গ. ইমাম বুখারি (র.)
ঘ. ইমাম আবু হানিফা (র.)
২৯. ‘হুজ্জাতুল ইসলাম’ নামে প্রসিদ্ধ ছিলেন কোন মনীষী?
ক. ইমাম গাযালি (র.)
খ. ইবনে জারির তাবারি (র.)
গ. ইবনে তাইমিয়াহ (র.)
ঘ. খাজা মঈনুদ্দীন চিশতী (র.)
৩০. ধর্ম ও নৈতিকতার সঙ্গে কে সুফিবাদের ওপর গুরুত্ব দেন?
ক. ইমাম তাবারি খ. ইমাম গাযালি
গ. ইমাম তিরমিযি ঘ. ইমাম নাসায়ি
৩১. ‘আল জুদাইরি ওয়াল হাসবাহ’ গ্রন্থটি কী বিষয়ক?
ক. বসন্ত ও হাম খ. জ্বর
গ. বর্ষপঞ্জি ঘ. বিজ্ঞান
৩২. ‘আল-উসতাদ’ হিসেবে খ্যাত কে?
ক. আল-বিরুনি
খ. আল-খারিজমি
গ. আবদুল্লাহ আল-বাতানি
ঘ. আলি তাবারি
৩৩. কোন গ্রন্থটিকে চিকিত্সাশাস্ত্রের বাইবেল বলা হয়?
ক. মুজামুল বুলদান
খ. কিতাবুল মানাযির
গ. আল-কানুন ফিত-তিব্ব
ঘ. কিতাবুল জিবার ওয়াল মুকাবালা
৩৪. ‘কুল্লিয়াত’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ইবনে খালদুন
খ. ইবনে রুশদ
গ. ইবনে সিনা
ঘ. নাসির উদ্দিন তুসি
৩৫. রসায়নশাস্ত্রের জনক কে?
ক. আল–বিরুনি
খ. ইবনে সিনা
গ. জাবির ইবনে হাইয়ান
ঘ. হাসান ইবনে হায়সাম
৩৬. কোন মনীষী সর্বপ্রথম প্লেটো ও অ্যারিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন?
ক. ইবন রুশদ খ. জুননুন মিসরি
গ. আল-কিন্দি ঘ. আল-বিরুনি
৩৭. নিউপ্লেটোনিজমের উদ্ভাবক কে ছিলেন?
ক. আল কিন্দি
খ. জুননুন মিসরি
গ. আল কাসি
গ. জাবির ইবনে হাইয়ান
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২৮.ঘ ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.ক ৩৩.গ ৩৪.খ ৩৫.গ ৩৬.গ ৩৭.ক
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]