নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে জলবিদ্যুৎ বলে। এটি নবায়নযোগ্য শক্তি সম্পদ। সবচেয়ে কম খরচে এই বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের রাঙামাটির কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর গতিপথে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
জাতীয়তাবোধ হলো সমজাতীয় রাজনৈতিক চেতনা, মতাদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি রাজনৈতিক আদর্শ। বাঙালির জাতীয়তাবোধের বিকাশে ভাষা আন্দোলন বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করে। ভাষাকেন্দ্রিক এই ঐক্যই বাঙালিদের জাতীয়তাবোধের মূল ভিত্তি রচনা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। সংগঠনটি মূলত রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নের জন্যই প্রতিষ্ঠা করা হয়। এ সংগঠন ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা, না উর্দু’ নামের একটি পুস্তিকা প্রকাশ করে। ওপরের ছবিতে রয়েছেন অধ্যাপক আবুল কাশেম এবং বেগম সুফিয়া কামাল।
বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিগত পরিচয়ে বাঙালি জাতির ঐক্য গঠিত হয়। বাঙালি জাতি গঠনের বিভিন্ন উপাদানের মধ্যে ভাষা অন্যতম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্বাপর ঘটনার মাধ্যমে বাংলা ভাষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় চেতনার জন্ম হয়, তা–ই মূলত বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ মূলত বাঙালি জাতির ঐক্যের প্রতীক। ওপরের ছবিটি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে আমতলায় সভার ছবি।