২৮. উত্তল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?
ক. বাস্তব খ. উল্টো
গ. খর্বিত ঘ. বিবর্ধিত
২৯. শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক. ৫ সে.মি. খ. ১০ সে.মি.
গ. ২০ সে.মি. ঘ. ২৫ সে.মি.
৩০. একজন স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক. ৫ সে.মি. খ. ১০ সে.মি.
গ. ১৫ সে.মি. ঘ. ২৫ সে.মি.
৩১. মায়োপিয়া সমস্যাটির লক্ষণ কোনটি?
ক. অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা
খ. চোখের দূর বিন্দুটি অসীম দূরত্বে থাকা
গ. অক্ষি-গোলকের কাঠিন্যতা
ঘ. দৃষ্টিক্ষীণতা
৩২. যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্ট দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, তখন তাকে কী বলে?
ক. হ্রস্বদৃষ্টি খ. বার্ধক্য দৃষ্টি
গ. দীর্ঘদৃষ্টি ঘ. বিষম দৃষ্টি
৩৩. চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে?
ক. উত্তল লেন্স খ. অবতল লেন্স
গ. উত্তলাবতল লেন্স
ঘ. সমতলাবতল লেন্স
৩৪. কাছের বস্তু দেখার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হয়?
ক. উত্তল খ. অবতল
গ. বাইফোকাল ঘ. উতলাবতল
৩৫. কোনটি বার্ধক্যজনিত ত্রুটি?
ক. হ্রস্বদৃষ্টি ত্রুটি খ. দীর্ঘদৃষ্টি ত্রুটি
গ. চালশে ঘ. নকুলান্ধতা
৩৬. নিচের কোন খাবার চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে?
ক. আলু খ. পটল
গ. বেগুন ঘ. মিষ্টিকুমড়া
৩৭. কোনটি চোখের জন্য ক্ষতিকর?
ক. চা পান খ. কফি পান
গ. ফাস্টফুড ঘ. ধূমপান
৩৮. নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে প্রয়োজন—
i. মোবাইল ফোন
ii. ভিউ মিরর
iii. সিট বেল্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. ড্রাইভারকে গাড়ির তিনটি দর্পণে চোখ রাখতে হয়—
i. যখন গাড়ি থামিয়ে রাখা হয়
ii. যখন গাড়ি পেছানোর দরকার হয়
iii. লেন পরিবর্তনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. আলোক দর্পণ—
i. অস্বচ্ছ হয়
ii. সমতল পৃষ্ঠযুক্ত হয়
iii. আলোর প্রতিফলন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. উত্তল লেন্স—
i. স্বচ্ছ প্রতিসারক মাধ্যম
ii. আলোক রশ্মিকে অপসারী করে
iii. আলোক রশ্মিকে অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. অভিসারী লেন্সের মতো কাজ করে—
i. রেটিনা ii. চোখের লেন্স
iii. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. রড কোষগুলো সংবেদনশীল সাধারণত—
i. তীব্র আলোয়
ii. ক্ষীণ আলোয়
iii. মধ্য আলোয়
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. চোখের ক্ষীণদৃষ্টি হয় যে কারণে—
i. লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে
ii. লেন্সের ফোকাস দূরত্ব কমে যায়
iii. অক্ষি-গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক. ৫ সেমি খ. ১০ সেমি
গ. ১৫ সেমি ঘ. ২০ সেমি
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২৮. খ ২৯. ক ৩০. ঘ ৩১. ঘ ৩২. গ ৩৩. ক ৩৪. ক ৩৫. খ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. গ ৪০. খ ৪১. খ ৪২. ঘ ৪৩. ক ৪৪. ঘ ৪৫. ক